ফের হান্দওয়ারায় সন্ত্রাসবাদী হামলার নিশানায় পড়ে শহিদ হলেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। সোমবার সন্ধ্যার জোড়া হামলায় নিহত হয়েছেন সিআরপিএফ-এর ৩ জওয়ান।এ দিন জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারাতে টহলরত সিআরপিএফ বাহিনীর উপরে আক্রমণ শানায় সন্ত্রাসবাদীরা। ঘটনায় তিন জওয়ানের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছেন আরও এক জওয়ান। সংঘর্ষে খতম হয়েছে এক সন্ত্রাসবাদীও।বদগামেও কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। একটি পাওয়ার স্টেশনে পাহারারত সিআরপিএফ জওয়ানকে আক্রমণ করা হলে তিনি গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাতে হান্দওয়ারার এক বাড়ির দখল নিয়ে বাসিন্দাদের পণবন্দি করে সন্ত্রাসবাদীরা। তাঁদের উদ্ধার করতে গিয়ে সংঘর্ষে প্রাণ হারান ভারতীয় সেনার এক কর্নেল-সহ পাঁচ নিরাপত্তাকর্মী। গুলির লড়াইয়ে খতম হয় বাড়িতে আত্মগোপনকারী দুই লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী।