ধর্মঘট-বনধের সঙ্গে পরিচিত এই কলকাতা। তবে আজকের দৃশ্যটা একেবারেই পরিচিত নয় মহানগরীর।
আরও পড়ুন : COVID-19 Lockdown: লকডাউনের দিনগুলিতে রাস্তায় কী কী চলবে, দেখে নিন এক ঝলকে
সোমবার নির্ধারিত সময়ের আগে থেকে শুরু হয়ে যায় তৎপরতা। ধর্মতলায় দেখা যায়, মাইকে ঘোষণা করে হাতেগোনা যে গাড়িগুলি আছে, সেগুলিকে ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছে পুলিশ। ব্যারিকেড করে দেওয়া হয় রাস্তায়।
দুপুর পর্যন্ত যে কয়েকটা গাড়ি দেখা পাওয়া যাচ্ছিল, সেগুলিও ক্রমশ খালি হতে থাকে। অ্যাপ ক্যাব পরিষেবা সকালের দিকে চালু থাকলেও বিকেল পাঁচটা বাজতেই উবার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। উবার অ্যাপ খুললেই পরিষেবা বন্ধের বিষয়ে জানানো হয়েছে।

অন্যদিকে, ওলা পরিষেবা আপাতত চালু আছে। সেখান থেকে গাড়ি বুকের অপশন দেওয়াও হচ্ছে। তবে ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যান অপারেটর্স গিল্ডের তরফেই আগেই জানানো হয়েছিল, রাস্তায় কোনও গাড়ি নামানো হবে না।
আরও পড়ুন : Coronavirus Queries- WhatsApp-এ এই নম্বরে মেসেজ করলেই মিলবে উত্তর
গিল্ডের তরফে জানানো হয়েছে, অসুস্থতা-সহ জরুরি পরিষেবার ক্ষেত্রে গাড়ি বের করা হবে। সেজন্য হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। নম্বরটি হল ০৩৩-৪৬০২১৩১৬। তবে কলকাতার মধ্যেই শুধুমাত্র সেই পরিষেবা দেওয়া হবে।