যুবকটি চ্যাটজিপিটিকে বলল কন্নড় ভাষায় দরাদরি করে ভাড়া কমাতে। অবিকল সেই কাজটাই করে দেখাল এআই চালিত এই অ্যাপ। সম্প্রতি বেঙ্গালুরুর এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে রীতিমতো হতবাক নেটপাড়া। কারণ চ্যাটজিপিটির কথা শোনামাত্রই অটো ভাড়া ২০০ থেকে কমে ১২০ করে দিলেন অটো চালক।
আরও পড়ুন - ভাতে আর্সেনিক! বাড়ছে ক্যানসারের ঝুঁকি, একটি কারণেই বিপদে কোটি কোটি ভারতীয়
কী বলেছিলেন যুবক?
বেঙ্গালুরুর এই যুবক আদতে কন্নড়ভাষী নন। তিনি চ্যাটজিপিটিকে প্রথমে ইংরেজিতে যা বলতে হবে, তা বলে দেন। এর চ্যাটজিপিটি সেই কথাগুলি কন্নড় ভাষায় অনুবাদ করে দেয়। যুবকটি বলেন, ‘হাই চ্যাটজিপিটি, বেঙ্গালুরুতে অটো চালকের সাথে আলোচনায় আপনাকে আমাকে সাহায্য করতে হবে। অটো চালক বলছেন যে ভাড়া ২০০ টাকা। আমি একজন ছাত্র। দয়া করে ১০০ টাকায় রফা করুন।’ কথাগুলি কন্নড় ভাষায় অটোচালককে বলে দেয় চ্যাটজিপিটি। তখন ১০০ টাকার বদলে ১২০ টাকায় রাজি হন অটোচালক।