'দ্য একেন: বেনারসে বিভীষিকা' বক্স অফিসেও জমজমাট। এটাই ২০২৫ সালের সবচেয়ে বড় বাংলা ছবির ওপেনিং। গরমের ছবির আবহে ১৬ মে মুক্তিপ্রাপ্ত জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। শুরু দিন থেকেই দর্শকদের মনে জায়গা করে নেয়।
‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ নিয়ে প্রেক্ষাগৃহে রীতিমতো উন্মাদনা দেখা যাচ্ছে। প্রথম সপ্তাহান্তে ৯০ টির বেশি হাউসফুল শো ছিল। শুক্রবার মুক্তির পর থেকেই ছবিতে দেখতে প্রচুর দর্শক ভিড় জমিয়েছিলেন। প্রেক্ষাগৃহে চাহিদা এতটাই ছিল যে, অতিরিক্ত শো যোগ করতে বাধ্য হয় হল কর্তৃপক্ষ। তবে কেবল পশ্চিমবঙ্গ নয়, ছবিটি প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে। মুম্বই থেকে দিল্লি, নয়ডা এবং ব্যাঙ্গালোর আর সব জায়গাতেই দর্শকদের উন্মাদনা ছিল দেখার মতো। এর মধ্যে বহু শো হাইজফুলও হয়েছে।
আরও পড়ুন: রুদ্ররূপে ‘একেন’ অনির্বাণ, সঙ্গে বহুরূপী শাশ্বত! কেমন হল ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’?
দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়ে আল্পুত পরিচালকও। তিনি বলেন, ‘আমরা সব সময় একেনবাবুর জাদুতে বিশ্বাস করতাম। জানতাম যে এই গল্প মন ছুঁয়ে যাবেই। এতে রসবোধ আছে, রোমাঞ্চ আছে যা সকলের সঙ্গে সংযোগ স্থাপন করবে। কিন্তু দর্শকরা যেভাবে এই ছবিটি গ্রহণ করেছেন - তা অসাধারণ। মানুষকে প্রেক্ষাগৃহে ফিরে আসতে, হাসতে, উল্লাস করতে এবং একসঙ্গে একটা বাংলা ছবি উদযাপন করতে দেখা যাচ্ছে। এটাই একটা ছবির আসল সাফল্যের গল্প।’