রাত পোহালেই ২১ জুলাই ২০২৫। আর বছর ঘুরলেই ২০২৬ বিধাসভা ভোট। এদিকে, ২১ জুলাইরাজ্যের শাসকদল তৃণমূলের শহিদ দিবস পালন ঘিরে গোটা ধর্মচলা চত্বরে ক্রমেই বাড়ছে ভিড়। গোটা বাংলার নজর এই সভা ঘিরে। এদিকে, ২০২৫ সালের ২১ জুলাই সভা ঘিরে গত কয়েক দিনে নানান প্রশ্ন গিয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের কাছে। রবিবারও সেই প্রশ্ন যায়। অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ২১ জুলাই কর্মসূচি ঘিরেও নজর রয়েছে রাজনীতির। তরই মধ্যে খবর উঠে এল শুভেন্দুর ২২ জুলাইয়ের গন্তব্য় ঘিরে।
২১ জুলাই সোমবার শুভেন্দু অধিকারী উপস্থিত থাকছেন বিজেপির শিলিগুড়ির কর্মসূচিতে। শুভেন্দু যখন উত্তরবঙ্গে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন, তখন ভৌগলিক অবস্থানের ভিত্তিতে ঠিক তার বিপরীত প্রান্তে উপস্থিত থাকছেন বিজেপির দিলীপ ঘোষ। সোমবার বেলা ৩টে নাগাদ খড়্গপুরের গিরি ময়দানে জমায়েতে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। তিনি ইতিমধ্যেই ‘আনন্দবাজারকে’এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২১ জুলাই কোনও না কোনও মঞ্চে তাঁকে তো দেখা যাবেই। কৌশলী মেজাজে তিনি বলেন, ‘উত্তর ২১ জুলি পেয়ে যাবেন।’ উল্লেখ্য়, খড়গপুরে ২১ জুলাই রয়েছে ‘শহিদ শ্রদ্ধাঞ্জলী সভা’। ওই সাক্ষাৎকরে দিলীপ ঘোষ বলেন,'তৃণমূলের হাতে পশ্চিমবঙ্গে বিজেপির আড়াইশোর বেশি কর্মী খুন হয়েছেন।' এরই সঙ্গে তিনি যোগ করেন, সেই প্রয়াত শহিদদের স্মরণেই সোমবার খড়গপুরের ওই সভায় তিনি থাকছেন।
এদিকে, ২১ জুলাই তৃণমূলের পাল্টা বিজেপিরও রয়েছে কর্মসূচি। শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা, সেখানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘আনন্দবাজার ড কম’র রিপোর্ট অনুযায়ী এরপরদিনই অর্থাৎ ২২ জুলাই দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি দিল্লি যাচ্ছেন শুভেন্দু।
অন্য়দিকে, ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইেয়ের মঞ্চ এদিন সন্ধ্যাবেলাতেই পরিদর্শন করে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন একাধিক দলীয় নেতা মন্ত্রীরা। দিদির মঞ্চ পরিদর্শনের কিছু আগে, মঞ্চস্থল পরিদর্শন করেন অনুব্রত মণ্ডলও। সব মিলিয়ে আপাতত গোটা বাংলার চোখ ২১ জুলাইতে।