মালদহের রেল যোগাযোগ ব্যবস্থার মুকুটে জুড়ল আরও এক নতুন পালক।রাজধানী এক্সপ্রেসের স্টপেজ পেল মালদহ টাউন। রবিবার মালদহে আনুষ্ঠানিক ভাবে শুভারম্ভ হল সাইরাং-আনন্দ বিহারগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের। উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিক সূচনা করেন।
আরও পড়ুন-দক্ষিণেশ্বর-কাণ্ডে নড়ল টনক! মেট্রোয় যাত্রী সুরক্ষায় বাড়তি নজর, কী কী সিদ্ধান্ত?
বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, সমাজসেবী নীলাঞ্জন দাস-সহ রেল প্রশাসনের আধিকারিকরা। মালদহ আগেই পেয়েছে তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ। এবার দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেন হিসেবে মিজোরামের সায়রং থেকে নিউ দিল্লিগামী আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল মালদহ। মালদহবাসীকে দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, ‘মালদহবাসী তথা উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য অত্যন্ত সুখবর এটি। এর ফলে উত্তরবঙ্গের মানুষের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে। এর জন্য বিশেষ ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমরা বর্তমানে দুটি রাজধানী এক্সপ্রেসের স্টপেজ পেয়েছি মালদহ।’
আরও পড়ুন-দক্ষিণেশ্বর-কাণ্ডে নড়ল টনক! মেট্রোয় যাত্রী সুরক্ষায় বাড়তি নজর, কী কী সিদ্ধান্ত?