TMC's Shahid Dibas Highlights: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস ‘ফেল’, সেখানে নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ২০২৬-র প্রস্তুতি শুরু করে দিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একুশে জুলাইয়ের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়।
TMC's Shahid Dibas Highlights: যেমনটা প্রত্যাশা করা হয়েছিল, ঠিক তেমনটাই হল। ২০২৪ সালের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত নিজেদের দলের নেতাদের শুধরে নেওয়ার বার্তা দিলেন। লোকসভা নির্বাচনের ফলাফল দেখে তাঁরা যাতে আত্মতুষ্ট না হয়ে পড়েন, সেটাও বললেন। পাশাপাশি লোকসভা নির্বাচনে যেখানে-যেখানে তৃণমূলের খারাপ ফল হয়েছে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন।
21 Jul 2024, 02:10 PM IST
‘অসহায় মানুষ যদি আমাদের দরজায় কড়া নাড়েন, আশ্রয় দেব’, বাংলাদেশ নিয়ে বললেন মমতা
বাংলাদেশ নিয়ে কোনও সহযোগিতার প্রয়োজন থাকলে বলবেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকার সাহায্য করবেন। বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না। যা বলবে, ভারত সরকার বলবে। অসহায় মানুষ যদি বাংলার দরজায় আসেন, তাহলে তাঁদের আশ্রয় দেওয়া হবে। কারণ রিফিউজিদের আশ্রয় দেওয়া দিয়ে বিষয় আছে রাষ্ট্রসংঘের।
21 Jul 2024, 02:02 PM IST
TMC's Shahid Dibas LIVE: গায়ে নোংরা লাগলে সেটা কখনও উঠবে না, বার্তা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়: বৃষ্টির জল পড়ল। একবার স্নান করব, ধুয়ে যাবে। কিন্তু গায়ে বা মনে একবার নোংরা লাগলে, সেটা লেগেই থাকবে। নির্বাচিত হয়ে যাঁরা মানুষের সেবা করবেন না, তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখব না। দুর্নীতির সঙ্গে কোনও আপস করা যাবে না।
21 Jul 2024, 01:53 PM IST
TMC's Shahid Dibas LIVE: ১০ লাখ সরকারি চাকরি রেডি আছে, ওবিসি উঠবে না- মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়: আমার কাছে ১০ লাখ সরকারি চাকরি রেডি আছে। কোর্টে যাচ্ছে। পিল খাচ্ছে। ওবিসি উঠবে না। ওবিসি নিয়ে লড়ছি আমরা। কারও চাকরি যাবে না।
21 Jul 2024, 01:51 PM IST
TMC's Shahid Dibas LIVE: অভিযোগ যেন না পাই, দলের নেতাদের কড়া বার্তা মমতার
পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধানদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, কারও বিরুদ্ধে যেন অভিযোগ না পাই আমরা, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি বললেন, আমি চাই যে আমরা গরিবই থাকি।
21 Jul 2024, 01:47 PM IST
TMC's Shahid Dibas LIVE: ৪০% মানুষ দারিদ্র্যসীমা থেকে বের করে আনা হয়েছে, বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়: তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে দারিদ্র্যসীমার নীচে ছিলেন ৫৭ শতাংশ মানুষ। সেটা ৪০ শতাংশের বেশি কমে গিয়েছে। আমরা সেটাও শূন্য করে দেব।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়: তৃণমূল হল সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। এখানে বিত্তবান চাই না। এখানে বিবেক চাই।
21 Jul 2024, 01:42 PM IST
TMC's Shahid Dibas LIVE: ‘যত জিতব, তত আমাদের নরম হতে হবে’, বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়: যেভাবে তিনটে পার্টির সঙ্গে লড়াই করে আমরা জিতে এসেছি, সেজন্য বাংলার মানুষকে স্যালুট জানাচ্ছি। যাঁরা সমর্থন করেননি, আগামিদিনে আমরা যত জিতব, তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব, তত আমাদের দায়িত্ব বাড়বে, মানুষের কর্মী হয়ে উঠতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়: উত্তরপ্রদেশে যা খেল দেখিয়েছেন, সেজন্য অখিলেশ যাদবকে অভিনন্দন। বিজেপির তো পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু করেনি। আপনাদের ওইজন্য কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। কেন্দ্রের সরকারও নড়বড়ে।
অখিলেশ যাদব: দিল্লিতে যে সরকার চলছে, সেটার পতন হবে একদিন। আপনাদের, আমাদের মনে আনন্দ আসবে। মানুষকে নিয়ে ওঁরা চিন্তিত নন। ওঁরা শহিদও ধার করে নেন। অন্যদের মহাপুরুষকে নিজেদের মহাপুরুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। ওঁদের কাছে নেতাজি বা গুরুদেব নেই।
এখনও যে শহিদ দিবসে সমাবেশ করা হচ্ছে, সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে সম্মান জানান অখিলেশ যাদব। তিনি জানান, মমতার হৃদয়ে যে প্রত্যেক কর্মী আছেন, তা বোঝা যাচ্ছে।
অখিলেশ যাদব: আপনাদের সবথেকে জনপ্রিয় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দিদি এবং তৃণমূল নেতাদের ধন্যবাদ জানাচ্ছি। উনি আমায় এই সমাবেশে আক্রমণ জানানোয় ধন্যবাদ জানাচ্ছি।
21 Jul 2024, 01:11 PM IST
TMC's Shahid Dibas LIVE: অখিলেশকে নিয়ে সমাবেশে মমতা, হাতে হাত মিলিয়ে লড়াই?
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে নিয়ে একুশে জুলাইয়ের মঞ্চে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'অখিলেশ স্বাগতম' বলে স্লোগান উঠল।
21 Jul 2024, 01:08 PM IST
TMC's Shahid Dibas LIVE: বড় দায়িত্বে থেকেও ভালো ফল দিতে পারেননি, শাস্তি হবে, বার্তা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়: লোকসভা নির্বাচনে পুরসভার চেয়ারম্যান, টাউন সভাপতি, পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতির দায়িত্বে থেকেও মানুষকে বোঝাতে পারেননি, নিজেদের এলাকায় ভালো ফল করতে পারেননি, তাঁদের কাউকে রেয়াত করা হবে না।
21 Jul 2024, 01:03 PM IST
TMC's Shahid Dibas LIVE: পুরনোদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্দীপনা, তৃণমূলের ২ বৃন্ত, ‘নরম’ হলেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়: আগামিদিনে জিতবই আমর। কিন্তু সেটার জন্য আত্মতুষ্টি চলবে না। ২০১৬ সাল এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের থেকেও বড় ব্যবধানে জিততে হবে। তৃণমূল কর্মী-সমর্থকদের শৃঙ্খলাপরায়ণ হতে পারে। পুরনোদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্দীপনা - দুটিই তৃণমূলের জন্য গুরুত্বপূর্ণ। দুটি বৃন্ত তৃণমূলের।
21 Jul 2024, 01:02 PM IST
TMC's Shahid Dibas LIVE: দেশের তৃতীয় বৃহত্তম দল TMC-র, দাবি অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়: লোকসভায় তৃণমূলের ২৯ জন সাংসদ আছেন। রাজ্যসভা মিলিয়ে দেশের তৃতীয় বৃহত্তম দল হল তৃণমূল কংগ্রেস।
21 Jul 2024, 12:59 PM IST
TMC's Shahid Dibas LIVE: 'NEET-র জন্য শিক্ষামন্ত্রীকে কেন গ্রেফতার করবে না ED?'
অভিষেক বন্দ্যোপাধ্যায়: নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। নিট প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারিতে কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাঁকে গ্রেফতার করবে না কেন ইডি? এই দ্বিচারিতা কেন?
21 Jul 2024, 12:56 PM IST
TMC's Shahid Dibas LIVE: বিরতির সময় ‘খাতা’ দেখেছেন অভিষেক, ৩ মাসে রেজাল্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, লোকসভা নির্বাচনের পরে আমি কয়েকদিন ছিলাম না। তখন সব পর্যালোচনা করেছি। তিন মাসের মধ্যে সব ফলাফল পাবেন। উল্লেখ্যে, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে সাময়িকভাবে তৃণমূলের সংগঠন থেকে বিরতি নিয়েছিলেন অভিষেক। সেইসময় যে তিনি চুপ করে বসে থাকেননি, বুঝিয়ে দিলেন।
21 Jul 2024, 12:53 PM IST
TMC's Shahid Dibas LIVE: এখন থেকেই ২৬-র প্রস্তুতি নিতে হবে, কড়া বার্তা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়: এখন থেকেই ছাব্বিশের প্রস্তুতি নিতে হবে। পুরসভা, পঞ্চায়েতে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের বলছি যে কর্মীদের কথা ভাবতে হবে। আমি নির্বাচনের আগেই বলেছিলাম যে ভোটের ফল খারাপ হলে ব্যবস্থা নেওয়া হবে। নিজের নির্বাচনে যে পরিশ্রমটা করেন, সেটা বাকি নির্বাচনেও করতে হবে।
21 Jul 2024, 12:51 PM IST
TMC's Shahid Dibas LIVE: তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করেছে BJP- অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়: তৃণমূল কংগ্রেসকে ছোট করতে গিয়ে পুরো বাংলাকে ছোট করেছিল বিজেপি। ভোটের আগে সন্দেশখালি নিয়ে দেশের কাছে বাংলাকে ছোট করতে চাইছিল বিজেপি। কিন্তু সেখানেই তিন লাখের বেশি ভোটে হেরেছে বিজেপি।
21 Jul 2024, 12:49 PM IST
TMC's Shahid Dibas LIVE: 'ED, CBI-র থেকে মানুষের স্ক্রু ড্রাইভার অনেক বেশি শক্তিশালী'
অভিষেক বন্দ্যোপাধ্যায়: মানুষকে যাঁরা উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন, বাংলার মানুষ তাঁদের উচিত শিক্ষা দিয়েছেন। বিজেপি বিভিন্ন জায়গায় সভা করে বলেছিল যে তৃণমূল নেতাদের টাইপ দেবে। বলেছিল, ইডি-সিবিআইয়ের হাতে যে স্ক্রু ড্রাইভার আছে, সেটার থেকে মানুষের হাতে স্ক্রু ড্রাইভার এবং হাতুড়ি অনেক বেশি শক্তিশালী।
অভিষেক বন্দ্যোপাধ্যায়: ২০১৬ সালে কলকাতায় বিজেপি সভা করে বলেছিলেন যে 'ভাগ, ভাগ মমতা, ভাগ'। আজ তাঁদের যোগ্য শিক্ষা দিয়েছেন বাংলার মানুষ।
21 Jul 2024, 12:46 PM IST
TMC's Shahid Dibas LIVE: 'জনগর্জন কী, ৪ জুন দেখছে ভারত, মমতার পায়ে সমর্পণ করছি জয়'
অভিষেক বন্দ্যোপাধ্যায়: জনগণের গর্জন কী, তা ৪ জুন পুরো ভারতকে দেখিয়েছেন বাংলার মানুষ। সেই জয়ের কারিগর যদি কেউ হন, তাহলে সেটা তৃণমূলের প্রত্যেকটা সৈনিকের জয়। যাঁরা ঝড়-জল-বৃষ্টি উপেক্ষা করে আজ এসেছেন। এই জয়টা আমাদের নেত্র্রীর পায়ে সমর্পণ করছি।
বাগদার নব-নির্বাচিত বিধায়ক মধুপর্ণা ঠাকুর: প্রিয় দাদা, শান্তনু ঠাকুরকে বলে দিই যে আপনার ডায়াবিটিস আছে, প্রেশার আছে। আপনার লোকসভা নির্বাচনের সময় আপনার বোনকে নিজের দায়িত্ব ছেড়ে দিন। আপনাকে এত কষ্ট করতে হবে না।
21 Jul 2024, 12:21 PM IST
TMC's Shahid Dibas LIVE: ‘তৃণমূল বিলাসিতা বা জাহির করার দল নয়’, বললেন ফিরহাদ
ফিরহাদ হাকিম: তৃণমূল নিজেকে জাহির জায়গা করার বস্তু নয়। এই দল কারও কাছে অভিলাষের বস্তু নয়। আমাদের বিলাসিতার জায়গা নয় তৃণমূল। এই দল কোনওরকম অন্যায়ের পক্ষে থাকে না। অন্যায়ের বিরুদ্ধে যাঁরা লড়াই করেন, তাঁদের দল এটা।
যুব কংগ্রেসের কর্মসূচিতে গুলি চালানো হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচি হাইজ্যাক করে নেন বলে অভিযোগ তোলে কংগ্রেস। তা নিয়ে মুখ খুললেন সুব্রত বক্সি। তিনি দাবি করলেন, ২০১৬ সালে বাম ও কংগ্রেস যে জোট করেছিল, তা দেখেছিল বাংলার মানুষ। মমতা বরাবর শহিদদের সম্মান জানিয়ে এসেছেন।
21 Jul 2024, 12:04 PM IST
TMC's Shahid Dibas LIVE: ভাষণ শুরু সুব্রত বক্সির
রবিবার তৃণমূলের সমাবেশে সভাপতি হিসেবে সুব্রত বক্সির নাম প্রস্তাব করা হল। অরূপ বিশ্বাসের প্রস্তাবে সমর্থন করেন ফিরহাদ হাকিম। তারপর ভাষণ শুরু করলেন সুব্রত বক্সি। তিনি বলেন, ‘সেইসময় কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিচালিত হত মহাকরণের দুটি ঘর থেকে।’
ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সমাবেশে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলে এসেই রাস্তায় মাথায় ঠেকিয়ে শহিদদের প্রণাম করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি
21 Jul 2024, 11:56 AM IST
TMC's Shahid Dibas LIVE: CPIM-মুক্ত বাংলার স্বপ্নপূরণ হয়েছে, এবার BJP-মুক্ত আন্দোলন হবে, বার্তা ফিরহাদের
বিড়লা প্ল্যানেটোরিয়ামের উলটোদিকে একুশে উদ্যানে এসে মূর্তিতে মাল্যদান করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘১৩টি প্রাণ কেড়ে নিয়েছিল সিপিএমের গুলি। তাঁদের শ্রদ্ধা জানাতে আমি এখানে এলাম। আপনাদের স্বপ্নপূরণ হয়েছে- সিপিএম-মুক্ত হয়েছে বাংলা। আরও আন্দোলনের আমরা নামছি, সেটা হল - বিজেপি-মুক্ত ভারত । সেখানে হয়তো আরও অনেকেরই প্রাণ যাবে। লড়াই চলবে , রাজনীতি জীবনে লড়াই শেষ হয় না।’
বৃষ্টির পরেই আবার রোদ উঠল ধর্মতলায়। এতক্ষণ বৃষ্টির জন্য ছাতা ধরে থাকতে হচ্ছিল। এখন রোদের জন্য ছাতা ধরে থাকতে হচ্ছে ধর্মতলায়। আর কিছুক্ষণ পর থেকেই ভাষণ শুরু হবে তৃণমূল কংগ্রেস নেতাদের। তারপর আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।
তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানালেন যে আবহাওয়া ভালো থাকবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব আসছেন তৃণমূলের মঞ্চে। যদিও
তৃণমূল কংগ্রেসের সভা শুরু হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল ধর্মতলা চত্বরে। যাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছিলেন, তাঁরা ভিজে গিয়েছেন পুরো। মাইকও প্লাস্টিকের তলায় ঢেকে নেন। তবে এটা নতুন ব্যাপার নয়। কারণ প্রতি বছরই ২১ জুলাইয়ে বৃষ্টি নামে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভিজতে-ভিজতে ভাষণ দেন।
21 Jul 2024, 11:11 AM IST
TMC's Shahid Dibas LIVE: ধর্মতলায় তৃণমূলের কর্মসূচি শুরু, চলছে গান
ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সমাবেশের মঞ্চে গান শুরু হয়ে গিয়েছে। এখনও মমতা বন্দ্যোপাধ্যায়রা আসেননি। তাঁরা পরে আসবেন। ইতিমধ্যে অবশ্য মঞ্চের সামনের অংশে অসংখ্য মানুষের ভিড় নেমেছে। কখন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তা জানতে সকলেই তাকিয়ে আছেন।
স্বৈরাচারের বিরুদ্ধে বীরত্ব এবং লড়াইযের প্রতীক হল একুশে জুলাই। মানুষের দ্বারা, মানুষের জন্য মানুষের একটা কাহিনি। এই শহিদ দিবসে আমার আমাদের শহিদদের সম্মান জানাচ্ছি। মানুষের অধিকারের জন্য লাগাতার লড়াই করে যাওয়ার প্রতিজ্ঞা করছি আমরা। আমি বাংলার মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তাঁরা বারবার বাংলা-বিরোধীদের বুঝিয়ে দিয়েছেন যে কোনও পরিস্থিতিতেই বাংলা মাথানীচু করবে না বা আত্মসমর্পণ করবে না।
21 Jul 2024, 10:45 AM IST
TMC's Shahid Dibas Live Updates: এখনও ডেথ সার্টিফিকেট মেলেনি, দাবি শহিদ পরিবারের
১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস। সেদিন পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে একজন ভাটপাড়া পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের রথতলা পদ্মপুকুর রোডের বাসিন্দা কেশব বৈরাগী। প্রতি বছর তৃণমূলের তরফে আয়োজিত ধর্মতলায় শহিদ দিবস কর্মসূচিতে ডাক পায় তাঁর পরিবার। তাঁর বাড়িতে এসে প্রতিকৃতিতে মাল্যদান করেন ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, কাউন্সিলর জিতু সাউ, গোপাল রাউত প্রমুখ। অভিযোগ, ঘটনার ৩১ বছর বাদেও মৃত্যুর শংসাপত্র মেলেনি। মৃতের স্ত্রী রিনা বৈরাগী বলেন, ‘এতদিন বার্নিং ঘাটের নথি দিয়েই সমস্ত কাজ করেছি। এখন ডেথ সার্টিফিকেটের খুব প্রয়োজন।’
নদিয়ার চাকদা থেকে একদল মহিলা তৃণমূল কর্মী-সমর্থক বিভিন্ন সরকারি প্রকল্পের প্ল্যাকার্ড হাতে শিয়ালদায় উপস্থিত এলেন। তাঁদের সঙ্গে এক তৃণমূল কর্মী-সমর্থককে দেখা যায়, যিনি রামচন্দ্রের মতো পোশাক পরে আছেন। চাকদার তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য বলেন, ‘ভগবান রামচন্দ্র সকলের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হিন্দু, মুসলিম, খ্রিস্টান-সহ সকল ধর্মকে ভালবাসতে শিখিয়েছেন। কিন্তু রামচন্দ্রকে নিয়ে অকারণ রাজনীতি করে বিভাজন তৈরি করতে চাইছে বিজেপি। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই কর্মসূচি।’
21 Jul 2024, 10:23 AM IST
TMC's Shahid Dibas Live Updates: মিছিল করে ধর্মতলার দিকে আসছেন তৃণমূল কর্মীরা
কলকাতা: একুশে জুলাই শহিদ সমাবেশে যোগ দিতে সকাল-সকাল বেরিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। বেঙ্গল কেমিক্যাল মোড় থেকে মিছিল শুরু করে ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কর্মীর। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে মিছিল করে আসছেন ধর্মতলার দিকে।
21 Jul 2024, 10:14 AM IST
TMC's Shahid Dibas Live Updates: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কী বার্তা দেবেন মমতা?
একুশে জুলাইয়ের প্রাক্কালে শনিবার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২১শে মানেই ভালোবাসা বেঁচে থাকার ভরসা, ২১শে মানেই সংগ্রামী জীবন আগামীর নব আশা। প্রতি বছর একুশে জুলাই আমাদের কাছে নতুন এক বার্তা নিয়ে আসে।’ লোকসভা নির্বাচনে সাফল্যের পরে আজ তিনি কী বার্তা সেদিকে যেমন তৃণমূল কর্মী-সমর্থকরা তাকিয়ে আছেন, তেমনই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।
21 Jul 2024, 10:14 AM IST
TMC's Shahid Dibas Live Updates: একুশের মঞ্চ থেকে ছাব্বিশের বার্তা মমতার? তাকিয়ে কর্মীরা
চব্বিশে একুশের মঞ্চ থেকে কি ছাব্বিশের সুর বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়? গত বছর ধরে যে ট্র্যাডিশন চলছে, তাতে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আগামিদিনের কর্মসূচির সুর বেঁধে দেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। রাজনৈতিক মহলের মতে, এবারও সেটার ব্যতিক্রম হবে না। ২০২৪ সালের লোকসভা ভোটে সাফল্যের থেকে রবিবারের মঞ্চ থেকে সেভাবেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিশা নির্দেশ করতে পারেন তিনি। সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকও।