
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রয়াগের কুম্ভ মেলাকে বিধানসভায় ‘মৃত্যুকুম্ভ’ বলে উল্লেখ করায় এবার রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানালেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার বিকেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে যান বিজেপি বিধায়করা। সেখানে রাজ্যপালের কাছে বিধানসভার কার্যবিবরণী থেকে মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য বাদ দেওয়ার দাবি জানান তিনি। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, ‘সনাতন ধর্ম যতদিন থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে।’
পড়তে থাকুন - ২৮ হাজার টাকার শপিং করেন বান্ধবী, তাই নিয়ে বচসার সময়ই চলে গুলি ICর রিভলভার থেকে
আরও পড়ুন - টাকা দিয়ে সম্মান পেয়েছে রাজ্য, দাবি করায় হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘হিন্দুদের ভাবাবেগের ওপরে আঘাত করার ৪৮ ঘণ্টা পরেও মুখ্যমন্ত্রীর কোনও তাপ উত্তাপ নেই। কোনও অনুশোচনা নেই। রাজ্যপাল মহাশয়ের কাছে আমরা মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য বিধানসভার কার্যবিবণী থেকে বাদ দিতে অনুরোধ করেছি। শ্যামাপ্রসাদের বাংলায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কার্যবিবরণীতে থাকা উচিত নয়।’
রাজ্যপাল আমাদের বলেছেন, ‘আমি কুম্ভে গিয়েছি। সেখানে পুণ্যস্নান করেছি। তিনি বলেছেন, মৃত্যুঞ্জয় মহাকুম্ভ। আর মুখ্যমন্ত্রী বলেছেন ‘মৃত্যুকুম্ভ’’। তিনি বলেন, ‘আমাদের এই প্রতিবাদ জারি থাকবে। যতদিন সনাতন ধর্ম থাকবে এই প্রতিবাদ চলবে।’
আরও পড়ুন - মমতার ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্য নিয়ে নালিশ জানাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর
বলে রাখি, বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মহাকুম্ভ আমি নাই বা বললাম ৷ ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে ৷ মৃত্যুকূপের মতো ৷’ এর পরই তীব্র প্রতিক্রিয়া দেখা যায় হিন্দু সমাজের একাংশে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন সাধু-সন্ত ও বিজেপি নেতারা। এবার মুখ্যমন্ত্রীর মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবিতে সরব হল বিজেপি। এমনকী মুখ্যমন্ত্রীর মন্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবিও জানাল তারা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports