ভিনরাজ্যে পশ্চিমবাংলার শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতন করার ঘটনা লাগাতার ঘটছে। সেই আবহে এবার শিয়ালদায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রকে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। আর তা নিয়ে ইতিমধ্যেই তীব্র আলোড়ন ছড়িয়েছে রাজনৈতিক মহল থেকে থেকে শুরু করে ছাত্রসমাজে।
আরও পড়ুন: তামিলনাড়ুতে বাঙালি শ্রমিককে বাংলাদেশি সন্দেহে ২১ দিন ধরে আটক, উৎকণ্ঠায় পরিবার
জানা গিয়েছে, শিয়ালদা ব্রিজের নীচে ঘটনাটি ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলে থাকা এক ছাত্র সেদিন রাতে শিয়ালদা ব্রিজের নীচে একটি দোকানে যান মোবাইলের কভার ও কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। অভিযোগ, দাম নিয়ে কথা কাটাকাটির সময় দোকানদার হিন্দিতে তাঁকে গালাগালি করতে শুরু করেন। ছাত্রটি বাংলায় উত্তর দিলে বিক্রেতা তাঁকে বাংলাদেশি বলে অপমান করেন এবং হুমকি দেন। এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে ওই ছাত্র হস্টেলে ফিরে এসে সহপাঠীদের সঙ্গে আবার দোকানে যান। তখন আশপাশের আরও কয়েকজন ব্যবসায়ী তাঁদের উপর চড়াও হয়। অভিযোগ, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে চারজন ছাত্রকে মারধর করা হয়। আহতদের দ্রুত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁরা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং থানার বাইরে বসে বিক্ষোভ দেখান।