জগন্নাথ ধাম দর্শনের পর দিঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাতের পর তোলপাড় চলছে বিজেপির অন্দরে। দিলীপের বিরুদ্ধে মুখ খুলেছেন বিজেপির একের পর এক নেতা। সূত্রের খবর, দিলীপের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন দলের একাধিক রাজ্য নেতা। তবে আপাতত সবাইকে বাকসংযম রক্ষা করার নির্দেশ দিয়েছেন দিল্লির নেতারা।মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎকে দলবিরোধী বলে দাবি করে বুধবার রাতেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে জানানো হয়েছে দিলীপ ঘোষের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে দল। তবে রাজ্যের কোনও নেতা যেন এই নিয়ে মুখ না খোলেন। কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা মেনে এদিন দিলীপকে নিয়ে প্রশ্ন এড়িয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ খোলেননি সুকান্ত মজুমদারও। কিন্তু বাকিদের বাক্যবান জারি রয়েছে। তার মধ্যে রয়েছেন সৌমিত্র খাঁ, অর্জুন সিংয়ের মতো নেতারা।বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিলীপ ঘোষের মমতার সঙ্গে সাক্ষাৎ ও তার পর বৃহস্পতিবার সকালে দলীয় নেতৃত্বকে আক্রমণ নিয়ে বিব্রত দল। তবে তাঁর বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করতে চায় না কেন্দ্রীয় বিজেপি। বরং তাঁকে সংযত হওয়ার বার্তা দেওয়া হতে পারে। সংঘের পুরনো সদস্যকে বহিষ্কার করলে বিজেপিরই অস্বস্তি বাড়বে।