আজ সোমবার ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে রাজ্যের বহু প্রতীক্ষিত ‘শ্রমশ্রী পোর্টাল’। নবান্নে সাংবাদিক বৈঠক করে এদিন শ্রমমন্ত্রী মলয় ঘটক আনুষ্ঠানিকভাবে এই পোর্টালের সূচনা ঘোষণা করেন। মূলত বিজেপি-শাসিত একাধিক রাজ্যে নির্যাতিত ও হেনস্থার শিকার হয়ে ঘরে ফেরা বিপুল সংখ্যক বাংলার পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: শ্রমশ্রী প্রকল্পে আবেদন জমা শুরু, ভুয়ো আবেদন রুখতে নজরদারির বার্তা নবান্নের
শ্রমমন্ত্রী জানান, গত ২১ অগস্ট থেকেই অফলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছিল। ইতিমধ্যেই প্রায় ২০ হাজার শ্রমিক তাঁদের আবেদন জমা দিয়েছেন। এবার থেকে সেই সমস্ত আবেদন ধাপে ধাপে পোর্টালে আপলোড করা হবে। যাঁরা অফলাইনে আবেদন করেছেন, তাঁদের কোনও অসুবিধা হবে না। পোর্টালের মাধ্যমে শ্রমিকেরা এখন অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন, আবেদন জমা দেওয়ার পাশাপাশি সহজেই ট্র্যাক করতে পারবেন তাঁদের আবেদনের অগ্রগতি। সরকারি সূত্রে খবর, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের উপর নানা ধরনের চাপ, হামলা, ভয় দেখানো এবং পুলিশি হয়রানির ঘটনা বাড়ছিল। অসম, মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা ও রাজস্থানে বহু শ্রমিককে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছিল। অনেকে আটক হয়েছেন, আবার অনেককে জোর করে পুশব্যাক করা হয়েছে। ফলে কাজ হারিয়ে বহু মানুষকে রাজ্যে ফিরতে হয়েছে। তাঁদের কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই ‘শ্রমশ্রী প্রকল্প’ চালু করেছে রাজ্য।