কলকাতা-সহ সারা রাজ্যে আবারও বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। সোমবার (১২ মে, ২০২৫) থেকে কার্যকর করা হয়েছে নয়া দাম। সেই হিসাব অনুসারে - বর্তমানে কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে প্রতি লিটারে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৫.৪১ টাকা এবং ডিজেলের বেড়ে হয়েছে ৯২.০২ টাকা। প্রশ্ন হল - কেন এই দামবৃদ্ধি? সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে - এর কোনও নির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। যা নিয়ে স্বাভাবিকভাবেই আমজনতার মধ্যে প্রশ্ন যেমন তৈরি হয়েছে, তেমনই ক্ষোভও বাড়ছে।
ইদানীংকালে ভারতের খুচরো বাজারে একটি প্রবণতা দেখা গিয়েছে। তা হল - আন্তর্জাতিক বাজারে অপরিষোধিত তেলের দাম কমলেও, ভারতে জ্বালানির দাম লাগাতার বেড়েছে। আবার, অনকে ক্ষেত্রেই দেখা গিয়েছে, ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায়ে পেট্রল, ডিজেলের দাম আরও বেশি। এসব নিয়ে কেন্দ্র ও রাজ্যের সরকার এবং দুই পক্ষের শাসকদলগুলির মধ্যে দোষারোপ-পালটা দোষারোপের পালা চললেও আখেরে লাভ কিছুই হয়নি। আমজনতাকে তার পকেট থেকে বাড়তি রেস্ত খরচ করেই জ্বালানি কিনতে হয়েছে।
তথ্যাভিভিজ্ঞ মহলের একাংশের দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিষোধিত তেলের দাম কমলেও কেন্দ্রীয় সরকার উৎপাদন শুল্ক বাড়িয়ে দিচ্ছে। ফলত, খুচরো বাজারে পেট্রল, ডিজেলের দাম বাড়ছে। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের বক্তব্য, জ্বালানির মূল দাম বা বেসিক প্রাইসে বদল হওয়াতেই বিভিন্ন সময় পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে।
কিন্তু, এবার কেন দাম বাড়ল? আর, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য হল কেন? এক্ষেত্রে সূত্র মারফত যে দাবি উঠে আসছে, তা হল - পরিবহণ খরচ বাড়ার কারণেই দাম বেড়েছে। প্রসঙ্গত, এই পরিবহণ খরচ বেসিক প্রাইসেরই অংশ।
যদিও সংশ্লিষ্ট মহলের একাংশ বলছে, যেখানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার ফলে তার সুবিধা ভারতের আমজনতার পাওয়া উচিত, সেখানে কখনও সরকারের শুল্কবৃদ্ধি, কখনও তেল সংস্থার প্রয়োজনীয়তা, বা কখনও অন্য নানা হিসাব তুলে ধরে পেট্রল, ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে আমজনতা তার প্রাপ্য সুবিধা থেকে লাগাতার বঞ্চিত হচ্ছে।
সোমবার থেকে দামবৃদ্ধি নিয়ে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন-এর কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমাদের কাছেও এই দামবৃদ্ধি নিয়ে কোনও খবর ছিল না। রবিবার মধ্যরাতে আচমকা নির্দেশ এসেছে। সোমবার সকাল থেকে নতুন দামে তেল বিক্রি করছি। মূল দাম বেড়েছে বলেই খুচরো দাম বেড়েছে। কেন্দ্র বা রাজ্যের কোনও করের পরিবর্তন হয়নি।'
ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরামের রাজ্যের সভাপতি জন মুখোপাধ্যায় জানিয়েছেন, সম্ভবত পরিবহণ খাতে কিছু বদল ঘটেছে। সোদপুরে হিন্দুস্তান পেট্রোলিয়ামের এক পাম্পের মালিকও পরিবহণ সংক্রান্ত কারণের কথাই জানান। অভিযোগ, গত বছরের (২০২৪) ১ ডিসেম্বরও ঠিক একইভাবে জ্বালানির দাম বাড়ানো হয়েছিল। বাংলায় পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৬ পয়সা করে বেড়েছিল।