নাবালিকার সামনে মাকে খুন করল বাবা ও দাদা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইছাপুরে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে বাবা ও দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। কেন তাঁরা এই কাণ্ড ঘটালেন তা তদন্ত করে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাতে ইছাপুরের বাসিন্দা সুলেখা জয়সওয়ালের নাবালিকা কন্যার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা দেখেন, ঘরের মধ্যে পড়ে রয়েছে সুলেখাদেবীর নিথর দেহ। মায়ের দেহ জড়িয়ে ধরে কাঁদছে নাবালিকা মেয়ে। হাত, পা ঝাঁকিয়ে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করে চলেছে সে। ঘরের এক পাশে দাঁড়িয়ে সুলেখাদেবীর স্বামী জিতেন্দ্র ও তাঁর ছেলে শেখর। নাবালিকা জানায়, বাবা ও দাদা মিলে মাকে মেরে ফেলেছে। মায়ের দু হাত চেপে ধরেছিল বাবা। আর দাদা মাকে গলা টিপে মেরে ফেলে।
সঙ্গে সঙ্গে জগাছা থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে সুলেখাদেবীর বাপের বাড়িতে খবর দেয়। পরিজনরা এলে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। নাবালিকাকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকেই জিতেন্দ্র ও শেখরকে গ্রেফতার করেছে পুলিশ। জিতেন্দ্র ও শেখরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের বাপের বাড়ির সদস্যরা। নাবালিকার জবানবন্দি নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন তদন্তকারীরা।