
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অপারেশন সিঁদুরের পর ভারত – পাক সংঘর্ষ বিরতির সমঝোতাকে সাময়িক ব্যবস্থা বলে উল্লেখ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে এমনটা ভাবলে ভুল হবে। সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না।
দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকে বিজেপিতে কোণঠাসা দিলীপবাবু। কোনও বিজেপি নেতা প্রকাশ্যে তাঁর ছায়া মাড়াচ্ছেন না। দলীয় কর্মসূচিতেও দেখা যাচ্ছে না তাঁকে। তবে তাতে তাঁর দৈনন্দিন রুটিনে কোনও ফারাক দেখা যায়নি। রোজ নিয়ম করে ইকো পার্কে মর্নিং ওয়াক করছেন তিনি। মঙ্গলবারও এসেছিলেন সেখানে।
মর্নিং ওয়াক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ‘যুদ্ধবিরতির কৃতিত্ব তো আমরা নেব না। যুদ্ধ সাময়িক স্থগিত করা হয়েছে। এটাকে যুদ্ধবিরতি বলা যায় না। যারা পারছিল না তারা যুদ্ধবিরতিটাকে কৃতিত্ব হিসাবে দেখছে। আমরা তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি। যতক্ষণ না এই সন্ত্রাসবাদ নির্মূল হচ্ছে এই লড়াই চলবে। ভারতবর্ষে যদি সন্ত্রাসবাদ শেষ হয়ে থাকে তার সম্পূর্ণ কৃতিত্ব নরেন্দ্র মোদীর। এই লড়াই ততদিন জারি থাকবে যতদিন সন্ত্রাসবাদ চলবে।’
দিলীপবাবুর মতে, ‘একবার সচেতন করা হয়েছে। বিশ্বের বহু দেশ বিশ্বের আর্থিক পরিস্থিতির জন্য আমাদের সরকারকে বলেছে। সেজন্য তারা সাময়িক এটা বন্ধ করেছেন। কিন্তু পাকিস্তানকে বিশ্বাস নেই। বলে দেওয়া হয়েছে, আগামীদিনে যদি আবার এরকম কিছু করে তার ভয়ঙ্কর পরিণতি হবে।’
ফের যুদ্ধ শুরু হবে বলে দাবি করে দিলীপবাবু বলেন, ‘কেউ ক্ষতি করতে এলে তাকে শিক্ষা দিতে হয়। পরিস্থিতির কারণে সাময়িক স্থগিত রয়েছে। কিন্তু এই যুদ্ধ থামবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্ব ভারতবর্ষকে ভরসা করেছে। বহু দেশ নিজেরা লড়তে পারছে না তারা ভারতের ওপর ভরসা করছে। যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে, এমন নয়। পরিস্থিতির কারণে সাময়িক বন্ধ হয়েছে। আবার চলবে। পাকিস্তানের মতো দেশ চার দিন যুদ্ধ বন্ধ হলে সব সামলে নেবে এমন সম্ভাবনাও নেই। না অস্ত্র, না টাকা আছে। না সেনার মনোবল আছে। পাবলিকও সরকারের সঙ্গে নেই। সে কী লড়াই করবে?’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports