ভারত এবং পাকিস্তান উদ্বেগের মধ্যেই সারা ভারতবর্ষে জুড়ে পালিত হয়েছিল মাতৃদিবস। মাতৃ দিবস উপলক্ষে শুধু নিজের পরিবারের মানুষের জন্য নয়, আলিয়া সেই সমস্ত মায়েদের উদ্দেশ্যেও মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, যাদের সন্তানরা যুদ্ধের সময় সীমান্তে দাঁড়িয়ে গোটা দেশের মানুষকে রক্ষা করছেন।
সোশ্যাল মিডিয়ায় আলিয়া যে পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন, ‘গত কয়েক রাত.. অন্যরকম অনুভূত হয়েছে। যেন গোটা একটা দেশের মানুষ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রয়েছে বর্ডারের দিকে। চারিদিকে যেন একটা আশ্চর্য নীরবতা বিরাজ করছে, প্রতিটি কথোপকথনে ফুটে উঠছে উত্তেজনা। আমাদের প্রতিনিয়ত রক্ষা করে চলেছেন যে সৈনিকরা, তারা প্রতিনিয়ত সতর্ক রয়েছেন, জেগে রয়েছেন এবং বিপদের মধ্যে রয়েছেন।’
আরও পড়ুন: মায়ের পাশাপাশি শাশুড়িকেও মাতৃদিবসের শুভেচ্ছা সিদ্ধার্থের, বাদ গেলেন না কিয়ারা
আরও পড়ুন: মাতৃ দিবসে দুই মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন সলমন, বাবাকে জানালেন ধন্যবাদ
আলিয়া আরও লেখেন, ‘একদিকে যেমন আমরা নিজেদের ঘরে বন্দী হয়ে রয়েছি, তেমন অন্যদিকে তারা পুরুষ হোক বা মহিলা অন্ধকারে দাঁড়িয়ে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন আমাদের জন্য। আপনারাই আমাদের শিখিয়েছেন এটি যদি সাহসিকতা নয়, এটি ত্যাগ। প্রত্যেক ইউনিফর্মের পেছনে রয়েছেন এমন একজন মা, যিনি ঘুমাননি। একজন মা যিনি জানেন, তার সন্তান প্রতিনিয়ত অনিশ্চয়তা এবং এমন একটি বিনিদ্র রজনীর মুখোমুখি হচ্ছে, যা যে কোনও সময় ভেঙে পড়তে পারে।’
মাতৃ দিবসের কথা উল্লেখ করে আলিয়া লেখেন, ‘গত রবিবার মাতৃ দিবসের দিন শুধু নিজের পরিবারের মায়েদের কথা ভেবে নয়, সেই সমস্ত মায়েদের কথা ভেবে কাটিয়েছি যারা নিজেদের জীবন উৎসর্গ করে সৈনিকদের লালন পালন করেছেন। যারা ফিরে আসেননি, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। প্রত্যেক সৈনিকদের মায়েদের উদ্দেশ্যে আমার কৃতজ্ঞতা।’
আরও পড়ুন: 'তুমিই ছিলে আমার...', মাতৃ দিবসে প্রয়াত মায়ের উদ্দেশ্যে কী লিখলেন বনি কাপুর?
আরও পড়ুন: 'কোনও বোকা মহিলার জন্য...', গোবিন্দার সঙ্গে বিয়ে ভাঙার খবরে ঠিক কী বললেন সুনীতা?
রাহার মা সৈনিকদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘যে সমস্ত মায়েরা নিজেদের চোখের জল আটকে রেখে সন্তানকে লড়াই করতে পাঠাচ্ছেন, পাঠিয়েছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার ভালোবাসা। আপনাদের শক্তি গোটা জাতিকে প্রেরণা দেয়। আমরা সকলে আপনাদের পাশে আছি। গোটা দেশ আপনাদের পাশে আছি।’