নিয়োগ দুর্নীতি মামলায় আরও কিছুটা স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলির মধ্যে আরও একটি মামলায় জামিন পেলেন তিনি। সিবিআইয়ের বিশেষ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে এখনই জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন মন্ত্রীর। কারণ, প্রাথমিক নিয়োগ মামলায় তিনি এখনও সিবিআই হেফাজতে রয়েছেন।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে আদালতে হাজিরা পার্থর, নিজেকে নির্দোষ দাবি, থামালেন বিচারক
জানা গিয়েছে, সোমবার রাতেই আলিপুর আদালতের বিচারক ৯০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থর জামিনের নির্দেশ দেন। ওই দিন আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একই দিনে নবম-দশম শ্রেণির নিয়োগে অনিয়ম মামলায় চার্জ গঠন হয়। ২০২২ সালের ২২ জুলাই প্রথমবার ইডি অভিযান চালায় পার্থর দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ইডি তল্লাশি চালায় পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা, বিদেশি মুদ্রা ও সোনার গয়না। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১.৯০ কোটি টাকা, আর বেলঘরিয়া থেকে প্রায় ২৭.৯০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার নগদ এবং কয়েক কোটি টাকার সোনা-গয়না বাজেয়াপ্ত করে ইডি।