সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির পরিকল্পনা এবং নজরদারির জন্য কমিটি গঠন করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান এক ব্যবসায়ীকে। এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। গত ৯ মে প্রকল্প নজরদারি কমিটি নিয়ে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। সাধারণত এই সমস্ত প্রকল্পের ওপর নজরদারির জন্য আইএএস পদমর্যাদার অধিকারীকদের দায়িত্ব দেওয়া হয়। তা সত্ত্বেও কেন একজন ব্যবসায়ীকে এই পদে বসানো হল? সেই প্রশ্ন তুলে সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা।
নির্দেশিকায় বলা হয়েছে, পরিকল্পনা, পঞ্চায়েত নারী-শিশু, সমাজ কল্যাণ, সংখ্যালঘু প্রভৃতি দফতর থেকে একজন করে প্রতিনিধি থাকবে এই কমিটিতে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশেরও একজন সদস্য থাকবে। এই কমিটি মাসে অন্তত একবার বৈঠক করবে। এ নিয়ে প্রশ্ন তুলে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘সরকারের উন্নয়নমূলক প্রকল্প দেখার জন্য এবার আইএস অফিসারদের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে একজন ব্যবসায়ীকে। যিনি নাকি একজন অভিযুক্ত জেল খাটা আসামি। এখন এই সমস্ত লোকজনের তাদের কথা শুনতে হবে। এটা সরকারি আধিকারিকদের কাছে লজ্জার বিষয়।’