কলকাতা হাই কোর্টে কেন্দ্রের তরফে নয়া অতিরিক্ত সলিসিটর জেনারেল নিয়োগ করা হল। আগামী তিনবছরের জন্য এই পদ সামলাবেন প্রবীণ আইনীজী অশোককুমার চক্রবর্তী। শুক্রবার এই সংক্রান্ত একটি চিঠি অশোকবাবুকে পাঠান কেন্দ্রীয় আইন মন্ত্রকের অতিরিক্ত সচিব অঞ্জুরাঠী। এর আগে গত এপ্রিল পর্যন্ত এই পদে ওয়াই জে দস্তুর। তবে তিনি এই ইস্তফা দেওয়ার পর থেকে পদটি খালি ছিল।নয়া দায়িত্ব পেয়ে সংবাদমাধ্যমকে অশোককুমার চক্রবর্তী জানান, নয়া দায়িত্বে মিশ্র উত্তেজনা অনুভব করছেন তিনি। দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত বলেও জানান। দায়িত্বভার নিয়ে আবার চিন্তিত তিনি। তাঁর কথায়, হাই কোর্টে কেন্দ্রীয় সরকারের মামলাগুলির দ্রুত নিষ্পত্তি তাঁর প্রাথমিক লক্ষ্য। দায়িত্ব, উত্তেজনার মাঝেই নয়া পদ পেয়ে ভালো লাগছে বলে জানান প্রবীণ আইনজীবী।এর আগে গত এপ্রিল মাসে অতিরিক্ত সলিসিটর জেনারেল পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ওয়াই জে দস্তুর। এই আবহে এপ্রিল থেকে কাজ সামলাচ্ছিলেন সহকারী সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য এবং ধীরাজ ত্রিবেদী। তিনমাস এই পদ শূন্য থাকার পর শেষ পর্যন্ত অশোককুমার চক্রবর্তীকে এই পদে নিয়োগ করা হল কেন্দ্রের তরফে। ২০২৫ সাল পর্যন্ত এই পদে থাকবেন অশোকবাব