বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন শুরু হয়ে যাবে। তার আগে বেশ কয়েকটি পদক্ষেপ করতে চাইছে নবান্ন। তবে সবটাই দুর্নীতিকে রোখার তাগিদে। যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। পঞ্চায়েত ক্ষেত্রে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপই করল নবান্ন। এবার অডিট টিম তৈরি করে তা নামানোর নির্দেশ দেওয়া হল। আর বিভিন্ন অভিযোগ জানানোর জন্য খোলা হচ্ছে পোর্টালও। নজরদারি বাড়িয়ে স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর।
কেমন পদক্ষেপ করা হচ্ছে? নবান্ন সূত্রে খবর, পঞ্চায়েত দফতরের কাজকর্মে স্বচ্ছতা আনতে তৈরি করা হচ্ছে পাঁচটি অডিট টিম। এক একটি টিমে থাকবেন তিনজন করে সদস্য। একজন অবসরপ্রাপ্ত ডব্লুবিসিএস অফিসার, একজন ইঞ্জিনিয়ার, একজন অডিটর–সহ সরকারি অফিসাররা। যাঁরা আর্থিক বিষয়গুলি খতিয়ে দেখবেন। এছাড়া তিন বছর এক জায়গায় পোস্টিং রাখা যাবে না। সেক্ষেত্রে বদলি অনিবার্য। আর মানুষের সমস্যা শুনতে দুয়ারে সরকারি অফিসাররা।
কী করবে এই নয়া টিম? নামপ্রকাশে অনিচ্ছুক নবান্নের এক আধিকারিক বলেন, ‘এই টিম বিভিন্ন পঞ্চায়েত দফতরে আচমকা হানা দেবে। সামাজিক প্রকল্পগুলি বাস্তবায়িত হয়েছে কি না খতিয়ে দেখবে। দুর্নীতি হয়েছে কি না সেটাও খতিয়ে দেখবে। মানুষের সমস্যা কোথায় রয়েছে তা দেখে রিপোর্ট পেশ করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেবে রাজ্য সরকার।’
কী কী অভিযোগ জমা পড়েছে? নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে সামাজিক বেশ কয়েকটি প্রকল্প অনেকে পাননি। আবার গ্রামীণ বেশ কয়েকটি কাজ এখনও বাকি। সেই সব বিষয়ে অভিযোগ জমা পড়েছে। এবার পঞ্চায়েত দফতরের অভিযোগ জানানোর জন্য খোলা হচ্ছে একটি পোর্টাল। সেখানে পরিচয় গোপন রেখে অভিযোগ জানানো যাবে। এমনকী দুর্নীতি খতিয়ে দেখতে তৈরি হচ্ছে কন্ট্রোল রুমও।