বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে রাস্তায় ছুঁড়ে ফেলার হুমকি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার পালটা শুভেন্দু অধিকারীকে বিধানসভাতেই বুঝে নেওয়ার হুমকি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুঁ কবির। ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে তৃণমূলের মুসলিম বিধায়করা শুভেন্দু অধিকারীকে বুঝে নেবে বলে বুধবার সকালে বিধানসভার সামনে দাঁড়িয়ে হুমকি দেন তিনি।
আরও পড়ুন - মুসলিম তোষণ করতে হাইকোর্টেরও পরোয়া করেন না মমতা: শংকর ঘোষ
পড়তে থাকুন - শুভেন্দু কি এবার ভবানীপুরে দাঁড়াবেন? কী বলছেন সুকান্ত! 'মমতাকে হারাব'
হুমায়ুঁ বলেন, ‘আপনার এখনও এত হিম্মত হয়নি যে আরনি বিধানসভার থেকে মুসলিম বিধায়কদের বের করে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমি হুমায়ুঁ কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনি ৭২ ঘণ্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই ৪২ জন বিধায়ক বিধানসভায় আপনার ঘরের সামনে আমরা বুঝে নেব।’
মঙ্গলবার বিধানসভার সামনে দাঁড়িয়ে শুভেন্দুবাবু বলেন, ‘ওঁদের তো হারাবই। আর বিজেপি ক্ষমতায় আসবে। তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো।’
আরও পড়ুন - ‘বাবা-মা বাংলাদেশি হলেও আমি ভারতীয়!’ দাবি তৃণমূলের ‘আগুনে’ যুবনেতার
বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর মন্তব্যে মেরুকরণের সমীকরণ স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে শুভেন্দুর ঘনিষ্ঠ মহলের দাবি, যে ভাবে শুভেন্দু অধিকারীসহ বিজেপি বিধায়কদের দফায় দফায় মোট ৯ মাস বিধানসভার থেকে বাইরে রাখা হয়েছে সেই ক্ষোভ থেকেই একথা বলেছেন তিনি। বিরোধী দলনেতা যাতে জনতার কণ্ঠস্বর বিধানসভায় তুলে ধরতে না পারেন সেজন্যই তাঁকে বার বার সাসপেন্ড করা হচ্ছে বলে দাবি তাদের।
বলে রাখি, লোকসভা ভোটের আগে তৃণমূলের এক সভায় হিন্দুদের কেটে ভাগিরথীতে ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন এই হুমায়ুঁ কবির।