
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গরু পাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সাক্ষী করা হয়েছে তাঁর দলেরই সাংসদ শতাব্দী রায়কে। সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে তাতে এমনটাই বলা হয়েছে। দলের মুখপত্র ’জাগো বাংলা’ কে শতাব্দী রায় জানিয়েছেন, তিনি অনুব্রতর বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। সিবিআই যদি সাক্ষী দিতে তাঁকে ডাকে তবে তিনি সাফ জানিয়ে দেবেন, বীরভূম জেলার তৃণমূল সভাপতির বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই।
এ প্রসঙ্গে সাংসদ বলেন,’ এজেন্সি কেন আমার নাম দিয়েছে আমি বলতে পাবর না। এ টুকু বলতে পারি অনব্রতর বিরুদ্ধে কোনও অভিযোগ আমি করিনি। সিবিআই অফিসাররা আমাকে একটি টেলিফোন নম্বর দিয়ে বলেন, এই নম্বরে কথা হয়েছে কি না? আমি বলি, ওই নম্বর আমি ব্যবহার করি না। নম্বরটি আমার সহকারীর কাছে থাকে। কোনও কর্মসূচি থাকলে জেলা সভাপতি সাংসদকে চাইতেই পারেন এবং তা নিয়ে আমার সহকারীর সঙ্গে কথা হতেই পারে। তাঁর আরও সংযোজন,'এর বাইরে আমার সঙ্গে কোনও কথা হয়নি সিবিআইয়ের সঙ্গে। কোনও বয়ান রেকর্ড বা ভিডিও করা হয়নি। ওঁরা কী কারণে আমার নাম রেখেছে ওঁরাই বলতে পারবেন।’ যদি তাঁকে আদালতে ডাকা হয় তবে তিনি বলবেন, ’অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই।’
গরু পাচারকাণ্ডে ৫৭ দিনের মাথায় চার্জশিট পেশ করে সিবিআই। সাপ্লিমেন্টারি চার্জশিটে সাক্ষী হিসেবে নাম রয়েছে মোট ৯৫ জনের। তার মধ্যে শতাব্দী রায়ের নাম রয়েছে। শতাব্দীর বয়ান রেকর্ড করার পরেই তার নাম সাক্ষী হিসেবে দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। এই সাক্ষীর তালিকায় ৪৬ নম্বরে নাম রয়েছে শতাব্দী রায়ের। এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের ম্যানেজার, কর্মীদের নাম রয়েছে সাক্ষী হিসেবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports