আপনি কি শহর কলকাতার কোনও বড় আবাসনে থাকেন? মাঝেমধ্যেই আত্মীয়, বন্ধুরা তাঁদের গাড়ি নিয়ে আসেন আপনার বাড়িতে? তাহলে আপনাকেও জেনে রাখতে হবে কলকাতা পুরনিগমের আনা নয়া প্রস্তাব! কী সেই প্রস্তাব? কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, এবার থেকে শহর কলকাতার 'বড় আবাসন'গুলিতে আসা অতিথিদের জন্য 'ভিজিটর্স পার্কিং স্পেস' বরাদ্দ রাখা বাধ্যতামূলক করা হচ্ছে।
কিন্তু, 'বড় আবাসন' বলে আসলে কী? কত তার আয়তন বা পরিমাপ? তথ্য বলছে, কলকাতার পুরনিগমের যে নিজস্ব নিয়মবিধি রয়েছে, সেখানে অন্তত 'বড় আবাসন'-এর কোনও লিপিবদ্ধ সংজ্ঞা আপাতত নেই। তাহলে?
প্রাথমিকভাবে স্থির করা হয়েছে, কলকাতা শহরের বুকে ১৫ হাজার বর্গমিটার বা তার বেশি আয়তনের আবাসনগুলিকেই 'বড় আবাসন' হিসাবে গণ্য করা হবে এবং সেক্ষেত্রে তাদের এই নয়া নিয়ম মানতে হবে। এর পাশাপাশি, যে আবাসনগুলিতে কমপক্ষে ১০০টি ফ্ল্যাট রয়েছে, সেগুলিকেও 'বড় আবাসন' হিসাবেই বিবেচনা করা হবে। এই বড় আবাসনগুলিতে কমপক্ষে ১০০ বর্গমিটার জায়গা জুড়ে ভিজিটর্স পার্কিং স্পেস - এর বন্দোবস্ত রাখতে হবে।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাব পাস হলে, এবং তারপর তা কার্যকর করতে হলে কলকাতা পুরনিগমের বর্তমান 'বহুতল নীতি ২০০৯'-এ জরুরি সংশোধন আনতে হবে।
তবে, এই প্রস্তাব যে হঠাৎ করে তৈরি করা হয়েছে বা তা কার্যকর করার জন্য তড়িঘড়ি রাজ্যের সংশ্লিষ্ট দফতরের কাছে পাঠানো হয়েছে, ব্যাপারটা কিন্তু তেমন নয়। নয়া নিয়ম নিয়ে প্রস্তাব পেশ করার আগে পুরনিগমের পক্ষ থেকে বিভিন্ন নির্মাণকারী সংস্থার প্রতিনিধি, স্ট্রাকচারাল এবং সিভিল ইঞ্জিনিয়রদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
পুরনিগমের আধিকারিকরা বলছেন, অনেক সময়েই আবাসনগুলিতে অতিথিদের জন্য গাড়ি রাখার কোনও ব্যবস্থা থাকে না। ফলত, বাইরের যাঁরা গাড়ি নিয়ে সেখানে আসেন, গাড়ি কোথায় রাখা হবে, তা নিয়ে সমস্য়ায় পড়েন।
অন্যদিকে, অনেকে আবার আগুপিছু না ভেবে রাস্তায়, ফুটপাথে - যেখানে পারেন, গাড়ি পার্ক করে রেখে দেন। এত পথচলতি মানুষ থেকে শুরু করে অন্য়ান্য গাড়ির যাতায়াতে সমস্যা হয়। সেক্ষেত্রে নয়া নিয়ম কার্যকর করা হলে সকলেই উপকৃত হবেন।
পুরনিগম সূত্রে আরও জানা গিয়েছে, এক্ষেত্রে পুরবিধি সংশোধন করার সময় 'বড় আবাসন'-এর সংজ্ঞা নির্ধারণের পাশাপাশি 'স্বল্প মূল্যের আবাসন' শব্দবন্ধটিও যুক্ত করা হবে।