গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশে পাচার হওয়ার আগেই উদ্ধার ১৭টি গরু। পশ্চিম মেদনীপুর থেকে মূর্শিদাবাদের রঘুনাথগঞ্জ যাওয়ার পথে ১৪ নম্বর জাতীয় সড়কের সিউড়ির তিলপাড়া ক্যানেল মোড়ের কাছে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্যাঞ্চ গোরু বোঝাই পিকআপ ভ্যান আটক করে গভীর রাতে। আটক করে গাড়ির চালক ও খালাসি।