এমনটা ঘটবে কেউ ভাবেননি। তবু ঘটল। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্রেতা সুরক্ষা মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৫, ২৬ এবং ২৭ মার্চ এই তিনদিন হবে ক্রেতা সুরক্ষা মেলা। এই মেলা সম্পর্কেই সবাইকে জানাতে এবং ক্রেতাদেরকে সচেতন করতে মঙ্গলবার রাজ্য ক্রেতা সুরক্ষার সদর দফতর মির্জা গালিব স্ট্রিটে আসেন মন্ত্রী মানস ভুঁইয়া। আর সেখানে এসেই ক্ষুব্ধ হন তিনি। তারপর চিৎকার করে আধিকারিকদের ধমক দেন তিনি।কেন এমন ঘটনা ঘটল? এদিন ক্রেতা সুরক্ষা দিবসে একটি ট্যাবলোর উদ্বোধন করার কথা ছিল মন্ত্রী মানস ভুঁইয়ার। তাই তিনি মির্জা গালিব স্ট্রিটে ক্রেতা সুরক্ষা দফতরের অফিসে আসেন। ট্যাবলোও দফতরের নীচে হাজির। কিন্তু দফতরের আধিকারিকরা কোথায়? তিনি তাঁদের সেখানে দেখতে পাননি। আসলে এই দফতরের আধিকারিকরাই দোতলার ঘরে বসে গল্প করছিলেন! আর নীচে অপেক্ষা করছিল মন্ত্রী। এমন বেনজির ঘটনা দেখে মেজাজ হারান ক্রেতাসুরক্ষা মন্ত্রী মানস ভুইঁয়া। ঠিক কী বলেছেন ত্রেতাসুরক্ষা মন্ত্রী? এদিন তিনি রেগে গিয়ে আধিকারিকদের বলেন, ‘আমি এসে দাঁড়িয়ে থাকব, সেই খবর পেয়ে আপনারা আসবেন? এতদিন যা প্র্যাকটিস করেছেন, তা ভুলে যান। এমনটি চলবে না। তর্ক না করে কাজ করুন।’ এই ধমকে অনেকে ভ্যাবাচ্যাকা খেয়ে যান। মন্ত্রীর ধমকের মুখে পড়তে হবে কেউ তা বাবেননি। কিন্তু তাই হল।উল্লেখ্য, তিনদিনের এই ক্রেতা সুরক্ষা মেলায় রোজই কোনও না কোনও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতার অধিকার এবং তাদের অধিকার খর্ব হলে কি কি করণীয় সে বিষয়ে তথ্য প্রদান করা। মেলার বিভিন্ন স্টল গুলিতে অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন এবং লাইভ সাজেশনের মাধ্যমে বিষয়গুলি বোঝানো হবে। সদ্য প্রয়াত হয়েছেন সাধন পাণ্ডে। আর সেই অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মানস ভুঁইয়া।