অনেকের জীবনের সঙ্গেই জড়িয়ে রয়েছে হলুদ ট্যাক্সি। তবে বয়সের সঙ্গে সঙ্গে সেই হলুদ ট্যাক্সির একাংশকে বিদায় নিতে হবে বলে জল্পনা ছড়িয়েছে। এনিয়ে মন খারাপ হয়েছে অনেকেরই।তবে এবার খুশির খবর। সেই হলুদ ট্যাক্সিই ফিরছে একেবারে অন্য় রূপে। একেবারে অন্য সাজে ফিরছে হলুদ ট্যাক্সি।
তবে এবার আর অ্যাম্বাসাডর নয়,এবার অন্য একটি কোম্পানির গাড়ি ফিরছে হলুদ রঙে রাঙিয়ে। একটি বেসরকারি সংস্থার চালু করল এই ইয়েলো হেরিটেজ ক্য়াবস। ওই সংস্থা চুক্তি বদ্ধ হয়েছে গাড়ির সংস্থার সঙ্গে। বৃহস্পতিবার রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই হেরিটেজ অ্যার ক্যাবসের সূচণা করেছেন।
প্রথমদিকে ২০টি ট্যাক্সি নেমেছে পথে। তবে আরও নামবে ধাপে ধারে। সেই হলুদ রঙ। তবে আকৃতি একটু আলাদা। সব মিলিয়ে আগামী দিনে প্রায় ৩০০০এই ধরনের অ্য়াপ ক্যাব চালু হতে পারে আগামী দিনে।
এই ট্যাক্সির গায়ে আঁকা থাকবে শহিদ মিনার ও হাওড়া ব্রিজের ছবি। আসলে কলকাতা মানেই তো এই দুটো ছবি চোখের সামনে ভেসে ওঠে। সেকারণেই কলকাতার ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই দুটি ছবি ব্যবহার করা হচ্ছে।