কেবলমাত্র কলকাতাতেই নয়। এবার যাত্রী সাথী অ্যাপ ক্য়াবের সুবিধা মিলবে দুর্গাপুর-আসানসোলেও। পুলিশের তরফ থেকে এনিয়ে ঘোষণা করা হয়েছে। অ্য়াপ ক্যাব পরিষেবা। এই যাত্রীসাথী প্রকল্প চালু হল আসানসোল দুর্গাপুরে। এবার এই অ্য়াপ ক্যাব মিলবে সহজেই।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের জনপ্রিয় অ্য়াপক্য়াব যাত্রীসাথী চালু হল দুর্গাপুর-আসানসোলে। রাজ্য জুড়ে যাত্রীসাথী অ্যাপের উপভোক্তাদের সংখ্য়া এখন প্রায় তিরিশ লক্ষের কাছাকাছি। এবার সেই সংখ্য়ায় যুক্ত হতে চলেছে দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষও।
ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক গুপ্তা জানিয়েছেন, দুর্গাপুর আসানসোলে এবার যাত্রী সাথী পরিষেবা চালু হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার ওপশ্চিমবঙ্গ পুলিশ এই পরিষেবা চালু করেছে। যেকোনও জায়গা থেকে ট্যাক্সি পেয়ে যাবেন। চালকদের যাচাই করা হচ্ছে। এটা নারীদের সুরক্ষার জন্য এটা খুব উপযোগী হবে। এটা পকেট ফ্রেন্ডলি বলেও উল্লেখ করেছেন পুলিশকর্তা। নতুন বছর ২০২৫ সালে এই পরিষেবা চালু হল দুর্গাপুর আসানসোলে।
এদিকে কলকাতার পাশাপাশি বর্তমানে শিলিগুড়িতেও এই অ্য়াপ ক্যাব পরিষেবা মেলে। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে দুর্গাপুর আসানসোল। শিল্পাঞ্চলের মানুষও এবার এই পরিষেবা পাবেন। তাঁরাও অ্য়াপের মাধ্যমে যাত্রী সাথী পরিষেবা পাবেন।
এর আগে ২০২৩ সালে গত বছর অক্টোবর মাসে মুখ্য়মন্ত্রী কলকাতায় এই পরিষেবা চালু করেছিলেন। এবার চালু হয়েছে শিলিগুড়িতেও। আর এই শিলিগুড়ি থেকেই হাজার হাজার পর্যটক যান দার্জিলিংয়ে। সেক্ষেত্রে এই পরিষেবা পুরোদমে চালু হওয়ায় পর্যটকদের বিরাট সুবিধা ।
আপাতত ঠিক করা হয়েছে ট্রাফিক পুলিশ এই অ্যাপ ক্যাবকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। চালকদেরও এনিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই সঙ্গেই চালকরা যাতে এই অ্য়াপ ক্যাব পরিষেবায় নিজেদের নাম ও গাড়ির নম্বর নথিভুক্ত করেন সেব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে। এই অ্য়াপ ক্যাবে দার্জিলিং যাওয়ার খরচও অনেকটাই কম হতে পারে।
শিলিগুড়িতে দু ধরনের পরিষেবা থাকছে। একটা হল স্পেশাল জোন। আর অপরটি হল ওপেন মার্কেট। শিলিগুড়ি জংশন স্টেশন সংলগ্ন এলাকা, নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকা ও বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকাকে স্পেশাল জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই তিনটি পয়েন্ট থেকে অ্যাপ ক্যাবকে বুক করা যাবে। যে কোনও জায়গায় যাবে এই ক্য়াব। এমনকী কেউ যদি এই ক্য়াব নিয়ে পাহাড়ে যেতে চান সেটাও তিনি করতে পারবেন।