‘অপারেশন সিঁদুর’ অভিযানের সাফল্য নিয়ে এখনও গোটা দেশে আলোচনা চলছে। এমনকী বহুদলীয় প্রতিনিধিদল বিদেশের মাটিতে তা তুলে ধরতে গিয়েছে। পাকিস্তানের কীর্তিকলাপ সবার সামনে তুলে ধরতে যাওয়া হয়েছে। এই আবহে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সাফল্য কেমন করে মিলল তা কলকাতায় পা রেখে প্রকাশ্যে আনলেন ইসরোর চেয়ারম্যান। যা মন্ত্রমুগ্ধের মতো শুনলেন অনেকেই। তবে তিনি সিক্রেট নিয়ে তেমন কিছু বলেননি। ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ভারত নিরাপদ।
পহেলগাঁওয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। ২৬ জনের প্রাণ নিয়ে নিয়েছিল। জবাবে ‘অপারেশন সিঁদুর’ অভিযান দিয়েই প্রতিশোধ নেওয়া হয়েছে। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ইসরোর চেয়ারম্যান সরাসরি কিছু বলেননি। তবে ড. ভি নারায়ণন শুধু বলেন, ‘আমরা ক্রমাগত সীমান্তে নজর রেখে চলেছি। শুধু এটুকু বলতে পারি, ভারত নিরাপদ।’ নবজাগরণের পথিকৃত রাজা রামমোহন রায়ের ২৫৩ তম জন্মবার্ষিকীতে দক্ষিণ কলকাতার এক বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসেন ইসরোর চেয়ারম্যান। সেখানেই দেশের নিরাপত্তা নিয়ে নানা কথা বলেছেন।
আরও পড়ুন: হরিণঘাটায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আত্মঘাতী, ছাত্র পরিষদের কার্যালয়ে উদ্ধার দেহ
জঙ্গিদের ঘাঁটিতে সফল মিসাইল হানা দিয়ে নিকেশ করা এবং পহেলগাঁওয়ের বদলা নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল ইসরোর। দেশের এই মহাকাশ গবেষণা কেন্দ্র আকাশ থেকে জঙ্গি ঘাঁটি চিহ্নিত করতে সক্ষম। আর তাই কলকাতা শহরে দাঁড়িয়ে ইসরোর চেয়ারম্যান ড. নারায়ণনের বক্তব্য, ‘দেশের নিরাপত্তা একটি স্ট্র্যাটেজির বিষয়। এগুলি প্রকাশ্যে বলা যায় না। শুধু এটুকু জেনে রাখুন, আমরা সদা সজাগ নজর রেখেছি আমাদের সীমান্তে। অপারেশন সিঁদুরের সময় সতর্ক পাহারা ছিল। দেশের মানুষের নিরাপত্তায় যেখানে যেটুকু করার দরকার আমরা করেছি।’