
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়েছে। তাতে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। তারপরই বিল্ডিং বিভাগে পরিবর্তন আনেন তিনি। তবে এই বেআইনি নির্মাণের প্রবণতা বামফ্রন্টের জমানা থেকে শুরু হয়েছে বলে দায় চাপিয়ে দিয়েছেন মেয়র। এটা সামাজিক ব্যাধি বলেও উল্লেখ করেছেন তিনি। তবে নৈতিক দায় যে কলকাতা পুরসভা এড়াতে পারে না সেটা বলে বিতর্কে জড়িয়েছেন মেয়রের ডেপুটি অতীন ঘোষ। আর তার জেরে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়লেন দু’জন। মেয়র বলেন, ‘এই সামাজিক ব্যাধি আমি দূর করতে পারছি না।’ এই মন্তব্যে পরেই মেয়র পদ থেকে তাঁর পদত্যাগ দাবি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
এদিকে এই ঘটনায় মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে পরিস্থিতি মোকাবিলায় নির্দেশ দেন তিনি। তারপর আহতদের দেখতে হাসপাতালে যান। আর ডেপুটি মেয়র অতীন একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, ‘কলকাতা পুরসভা নৈতিক দায় এড়াতে পারে না। যে চেয়ারে বসেন, নৈতিক দায় তাঁর। আমি কিছু মিডিয়ায় শুনেছি, কাউন্সিলার বলছেন, জানেন না। আমার ওয়ার্ড হলে আমাকেও ব্যাখ্যা দিতে হতো। গার্ডেনরিচের বেআইনি নির্মাণে শৃঙ্খলা আনতে কড়া আইন অত্যন্ত জরুরি। ভোট কেন্দ্রিক রাজনীতি, প্রশাসনের কাজের গতি শ্লথ করে।’ এখানে অতীন ঘোষ সরাসরি কোথাও মেয়রের নাম উল্লেখ করেননি। কিন্তু তাঁর বক্তব্যের ইঙ্গিত যেন মেয়রের দিকেই ছিল বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন: দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল, বনধের মধ্যে বড় চ্যালেঞ্জ ছুঁড়লেন মন্ত্রী উদয়ন গুহ
অন্যদিকে প্রাক্তন মেয়র তথা সিপিএমের রাজ্যসভার সাংসদ বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সরাসরি তৃণমূল কংগ্রেস সরকারকেই দায়ী করেছেন। তাঁর কথায়, ‘তৃণমূল কংগ্রেসের ডিএনএ–তে আছে মিথ্যে কথা আর টাকা খাওয়া।’ একই সুর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তবে একধাপ এগিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এই বেআইনি কাজ দেখার দায়িত্ব বিল্ডিং বিভাগের বলে জানিয়েছেন মেয়র। গার্ডেনরিচের ঘটনায় কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। কিন্তু তারপরও বিতর্ক থামছে না।
এছাড়া গার্ডেনরিচের ঘটনাস্থল পরিদর্শনে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, ‘প্রশাসনের দায় এড়িয়ে গেলে চলবে না। এই ঘটনায় শুধু প্রোমোটারকে জবাবদিহি করলেই হবে না। তদন্তে বড় কোনও নাম উঠে এলে তাঁকেও গ্রেফতার করতে হবে। আমি এখানে রাজনীতি করতে আসিনি। মানুষের কথা ভেবে এসেছি।’ আর ঘটনাটি নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘কাউন্সিলার তো পরে, এই কাজ দেখার দায়িত্ব বিল্ডিং বিভাগের। তাঁরা এসব দেখার জন্যই বেতন পান। আমরা অফিসারদের শোকজ করেছি। ভিত নির্মাণের সময় ধরা গেলে এই ধরনের ঘটনা ঘটত না।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports