বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছ থেকে পশ্চিমবঙ্গে তৈরি পাসপোর্ট উদ্ধারের দায় প্রকারান্তরে কেন্দ্রের ঘাড়েই ঠেললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের নির্দেশিকায় পুলিশের হাত থেকে কার্যত সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। যার ফলে নথি যাচাই করতে পারেনি রাজ্য পুলিশ। সেই সুযোগে তৈরি হয়েছে ভুয়ো পাসপোর্ট।
এদিন রাজীব কুমার বলেন, ‘রাজ্যে কী ভাবে ভুয়ো পাসপোর্ট তৈরি হচ্ছে তা নিয়ে তদন্তে করছেন পুলিশকর্তারা। পাসপোর্ট দফতর থেকে পুলিশ ভেরিফিকেশনের যে নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে ব্যক্তির পরিচয় শনাক্ত করা। ব্যক্তির ঠিকানা যাচাই, ব্যক্তির অন্যান্য নথি যাচাইয়ের অধিকার পুলিশের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র বিশেষক্ষেত্রে পাসপোর্ট দফতরের বললে তবেই কোনও নথি যাচাই করতে পারবে পুলিশ। সম্ভবত পাসপোর্ট তৈরির প্রক্রিয়ায় গতি আনতে এই পদক্ষেপ করা হয়েছে। কিন্তু এর ফলে কোনও নথি দেখে সন্দেহ হলেও কিছু করার থাকে না পুলিশের। কোন নথি জাল তা স্থানীয় পুলিশ আধিকারিকরাই সব থেকে ভালো বুঝতে পারেন। কারণ তাদের কাছে এই ধরণের চক্রগুলির খবরাখবর থাকে।’
তিনি জানিয়েছেন, পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য নতুন নীতিমালা তৈরি করেছে রাজ্য পুলিশ। সেই নীতিমালা অনুসারে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন হবে। এছাড়া রাজ্য পুলিশের আধিকারিকরা জাল পাসপোর্ট চক্র ধরতে সদা সক্রিয় রয়েছে। এব্যাপারে তাদের দক্ষতা প্রশ্নাতীত।