২০২৬ সালের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ডিজিটাল উদ্যোগ নিল। রাজ্যের প্রায় ৩২ হাজার ভোটকর্মীকে এক ছাতার তলায় আনতে বৃহস্পতিবার চালু হল বিশেষ পোর্টাল। (এই পোর্টালের ওয়েব অ্যাড্রেস হল emms.wb.gov.in)। মূল উদ্দেশ্য, ভোটকর্মীদের পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করে নির্বাচনী প্রক্রিয়াকে আরও সহজ ও সুনিয়ন্ত্রিত করা।
আরও পড়ুন: মুখ্য নির্বাচন কমিশনার 'ভোট চোরদের' বাঁচাচ্ছেন? রাহুলের অভিযোগে মুখ খুলল EC
রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগীর উপস্থিতিতেই ভার্চুয়ালি এই পোর্টালের সূচনা হয়। অনুষ্ঠানে যোগ দেন প্রতিটি জেলার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, এসডিও এবং অফিসার ইন-চার্জরাও। উদ্বোধনের পাশাপাশি ওই দিন কর্মকর্তাদের পোর্টালের ব্যবহার ও সফটওয়্যার পরিচালনার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনকে ঘিরে জেলা পর্যায়ে করণীয় কাজের প্রাথমিক সূচিও জানিয়ে দেওয়া হয়েছে। ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরুর সম্ভাব্য তারিখও বৈঠকে পরিষ্কার করে দেওয়া হয়। অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিকের বক্তব্য অনুযায়ী, আগামী নির্বাচনে রাজ্যে প্রায় ১৪ হাজার নতুন ভোটকেন্দ্র যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও প্রাক্তন অনেক ভোটকর্মীকে বুথ স্তরের কর্মী (বিএলও) হিসেবে নিযুক্ত করা হবে। ফলে বিপুল সংখ্যক কর্মীকে একই সঙ্গে সমন্বয় করার প্রয়োজনীয়তা থেকেই এই ডিজিটাল প্ল্যাটফর্মের জন্ম।