বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Duttapukur Blast Exclusive: ফেরার এবাদুলের বাড়ির পাশেই কাঠুরিয়া স্কুল!শিশুদের গায়েও কি পড়ছে বারুদের ঘ্রাণ

Duttapukur Blast Exclusive: ফেরার এবাদুলের বাড়ির পাশেই কাঠুরিয়া স্কুল!শিশুদের গায়েও কি পড়ছে বারুদের ঘ্রাণ

এবাদুলের বাড়ির পাশেই কাঠুরিয়া স্কুল (নিজস্ব চিত্র)

দত্তপুকুর বাজি বিষ্ফোরণের পর থেকে অনেকেই ফেরার। সেই তালিকায় রয়েছে এবাদুলও। কাঠুরিয়া, মোচপোল থেকে নারায়ণপুর পর্যন্ত সবাই একডাকে চেনে তাকে।

মোচপোলে বিস্ফোরণের পর থেকে সন্দেহের তালিকায় বড় বড় নাম। অভিযোগ, অধিকাংশই জড়িত তৃণমূলের সঙ্গে।‌ তাদের অনেকেই ফেরার। কিন্তু এবাদুল কেন ফেরার? মোচপোল-কাঠুরিয়া থেকে নারায়ণপুর— প্রশ্ন ছিল, ‘এবাদুলকে চেনেন?’ উত্তর শুধু — ‘ওকে কে না চেনে!’ কে এই এবাদুল? কেন এতটা পরিচিতি? কেনই বা রবিবারের পর থেকে এলাকায় দেখা মিলছে না ওর? কাঠুরিয়া ঘুরতেই আঁচ মিলল সবটার।

(আরও পড়ুন: নারায়ণপুরে বাজির রমরমা, বারুদের ঝুঁকিতে কি বিশ্ববিদ্যালয়ও? কী বলছে কর্তৃপক্ষ)

মোচপোলের ঠিক পাশের গ্রাম কাঠুরিয়া। যেখানে বিষ্ফোরণ হয়, তাঁর ৫০০ মিটারের মধ্যেই কাঠুরিয়া জুনিয়র স্কুল। পাশে কাঠুরিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই দুই স্কুলের ঠিক পিছনেই এবাদুলের বাড়ি। তিনটে। একটা ছোট কাঁচা বাড়ি, বাকি দুটি সুদৃশ্য মনোহর দোতলা ও তিনতলা উঁচু।  চাকচিক্য দেখলে যে কারও চোখ ধাঁধিয়ে যেতে পারে। ডিজাইনিং রীতিমতো পাল্লা দেবে শহুরে এলাকার বাড়িকেও। সে বাড়ির গেটেই গত কয়েকদিন ধরে তালা। কেরামতের ঘর সাধারণ টিনের চালের। তাঁর স্ত্রী ছাদ দেখিয়ে বলেছিলেন, ‘বাজির ব্যবসা ওর হলে বাড়ির এই হাল হত? আপনার যুক্তি কী বলে?’ এবাদুলের বাড়ি দেখে বোঝা গেল সেই কথার সত্যতা। মোচপোলের ঘটনায় এখনও নাম জড়ায়নি এই ‘দাদা’র। কিন্তু, একটা ‘কিন্তু’ রয়ে গিয়েছে বেশ কয়েকটা কারণেই।

(আরও পড়ুন: বাজি ছাড়াও ‘অন্য কাজে’ হাত লাগান মোচপোল-কাঠুরিয়ার মহিলারা! ঝুঁকি বেশি নাকি লাভ)

স্থানীয় একজনের কথায়, কাঁসা পিতলের দোকান এবাদুলের। পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের কাছে নারায়ণপুর মোড়ে সেই দোকান। কিন্তু সে বাড়িতে নেই কেন? এ ব্যাপারে সবার মুখে কুলুপ। আদতে কাঁসা পিতলের দোকান নয়, এবাদুলের ব্যবসা বাজির। নারায়ণপুর-কাজিবাড়ি রুটের এক অটোওয়ালার কথায় এবাদুল ‘বাজির সেলসম্যান’!

<p>‘বাজির সেলসম্যান’এর দুই বাড়ি</p>

‘বাজির সেলসম্যান’এর দুই বাড়ি

(নিজস্ব চিত্র)

কেমন ধরনের সেলসম্যান বোঝা যাবে এক ছোট্ট উদাহরণেই। স্থানীয় আরেকজনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর জানা গেল,কাঠুরিয়ার সুদৃশ্য বাড়ি দুটো আদতে বাজির গুদাম। প্রমাণ? চলতি বছরের গোড়ায় এই বাড়ি দুটি থেকেই বাজেয়াপ্ত করা হয়েছিল বিপুল পরিমাণ বাজি। কত টাকার? কম বেশি ৫০ লাখ! দশ চাকার ট্রাক এনে পুলিশ তুলে নিয়ে যায় সেসব। তাহলে কি মোচপোলের ব্যবসার সঙ্গে এবাদুল কোনওভাবে জড়িত? বারাসত এসডিপিও অনিমেষ রায় বলেন, ‘এখন তো পর পর রেইড হচ্ছে। আপনার থেকে শুনে নিলাম। আমরা দেখছি।’

একবার নয়, এর আগেও রেইড হয়েছে এবাদুলের বাড়িতে। বাজেয়াপ্ত হয়েছে বাজি! সেই ভয়েই কি বাড়ি ছাড়া এবাদুল? বাজি বাইরে পাঠানোই কি তাঁর কাজ? এক স্থানীয়ের কথায়, খুব বেশি দিন হয়নি বাড়ি করেছে। বাজির ব্যবসাই কপাল খুলে দিয়েছিল। কাঁসা পিতলের দোকানে গিয়ে খোঁজ করতে জানা গেল, দোকানটা কিংস্টোন এডুকেশনাল ইন্সটিটিউটের বয়েজ হোস্টেল লাগোয়া। শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব হোস্টেল। তার বাইরের দিকে দোকান। রবিবারের পর থেকে দোকান যে বন্ধ আছে তা নয়। দোকান খোলা হয়, তবে এবাদুল নয়, দোকানের কর্মচারীর উপর এখন সেই দায়িত্ব।

সুদৃশ্য বাড়ির আশপাশ ও পিছনের এলাকা এক এক করে ঘুরে দেখা গেল। তিনতলা বাড়ির পিছনে রাখা আছে বালি ও স্টোন চিপস। বাড়ি ছাড়া আরেকটি ‘জিনিস’ তৈরিতে ঠিক একই কাঁচামাল লাগে! অন্য বাড়িটার পিছনে অনেকটা জায়গা জুড়ে ত্রিপল দিয়ে খড় চাপা দেওয়া। পাশেই একটা মুখ বন্ধ বস্তা পড়ে। ভিতরে কী আছে? বোঝার উপায় নেই।

<p>তিনতলা বাড়ির পিছনে বালি ও স্টোন চিপস</p>

তিনতলা বাড়ির পিছনে বালি ও স্টোন চিপস

(নিজস্ব চিত্র)

দোতলা বাড়ির ভিতরটা বাইরে থেকেই দেখা যায়। দুর্দান্ত অন্দরসজ্জা। গেটে একটা ছোট্ট তালা। রাতের দিকে কি আসে এবাদুল? রীতিমতো ভয়ের ছাপ স্থানীয়দের মুখে। এবাদুলের ব্যাপারে সহজে মুখ খুলতে চায় না কেউ। খুললেও গলার আওয়াজ নেমে যায় তলানিতে। স্থানীয়দের সঙ্গে কথা বলার মাঝেই হঠাৎ এগিয়ে আসেন এক কম বয়সি যুবক। ‘এখানে কেন এসেছেন দাদা? আপনি যা ভাবছেন সেসব কিছু হয় না এখানে।’ ঘুরিয়ে প্রশ্ন করতে হল, ‘আপনার নামটা দাদা?’ পকেটে রাখা ফোন দেখে সন্দেহ করে ফিরে যায় যুবক। খুব বেশি দূর নয়, গলির মুখ পর্যন্ত গিয়ে পিছন ফিরে নজর রাখতে থাকে।

<p>দোতলা বাড়ির পিছনে সন্দেহজনক বস্তা</p>

দোতলা বাড়ির পিছনে সন্দেহজনক বস্তা

(নিজস্ব চিত্র)

বাড়ি দুটোর লাগোয়া কাঠুরিয়া জুনিয়র স্কুলে ক্লাস এইট পর্যন্ত বাচ্চারা পড়ে। কাঠুরিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসে একেবারে খুদে খুদে মুখ। কাঠুরিয়া জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক দেবাঞ্জন দেবনাথ। চাঁদপাড়ার বাসিন্দা। দশ বছরে এই স্কুলে রয়েছেন। এবাদুলের এই গুদামের ব্যাপারে জানেন কি না প্রশ্ন করতেই বললেন কিছু বলতে পারব না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি আঞ্জুরা বিবি থাকেন মোচপোলে। এবাদুলের বাড়িতে রেইড হয়েছে জানেন? — ‘হ্যাঁ।’ এত বাচ্চা, ভয় করে না? পুলিশ বা আইসিডিএস অফিসে বলেছেন? — ‘যখন জানতাম না, তখন তো ভয় করত না। আর যখন বাজি তুলে নিয়ে গিয়েছে, তখন তো নিরাপদেই আছি।’ হাসিমুখেই উত্তর দেন আঞ্জুরা। অর্থাৎ, এভাবেই চলছে কাঠুরিয়ার দুই স্কুল। বারুদের ফাঁদেই কি বাচ্চারা পড়তে আসে রোজ? প্রশ্ন জাগে। পুলিশ বলছে, দেখছি।

বাংলার মুখ খবর

Latest News

সীমান্তে অনুপ্রবেশকারীদের গ্রেফতারির জবাব অপহরণ! পরে বাংলাদেশিদের 'দম' বোঝাল BSF 'দিঘার মন্দির চমৎকার', বললেন পুরীর সেবায়েত, 'স্বাগত' জানালেন ওড়িশার BJP সাংসদ আমি নিজেও দোষী… GT-র বিরুদ্ধে হারের কারণ কী? কী বললেন SRH ক্যাপ্টেন কামিন্স? অন্তঃসত্ত্বা হওয়ায় ছাড়েন ছবি, তবে সন্দীপের ছবিতে ফিরলেন এই বলি নায়িকা, কে জানেন ইউনুসের এক ভুলেই জাতাকলে বাংলাদেশ, ভারতের পদক্ষেপে কান্নাকাটি বাংলাদেশিদের প্রতিদিন এই ছোট ফল খেলেই জেল্লা বাড়বে, হার্টও থাকবে চনমনে! দেখুন ৯ গুণের লিস্ট ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ লাকি কারা? ৩ মে ২০২৫র রাশিফল রইল সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ কার ভাগ্যে কী রয়েছে? রইল ৩ মে ২০২৫র রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? ৩ মে ২০২৫র রাশিফল রইল ৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ

Latest bengal News in Bangla

সীমান্তে অনুপ্রবেশকারীদের গ্রেফতারির জবাব অপহরণ! লালমনিরহাটে আবার টিকটক হল কাল আজ হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল ফলপ্রকাশ, কখন? কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখবেন? ‘বাঁচালেন!’ কেন বিয়ে করলেন? দল তাড়ালে কী করবেন? খোলাখুলি দিলীপ টিন-পাইপ-রড-সিমেন্টে কী হবে? মমতার কাছে ‘প্যাকেজ’ চান মুর্শিদাবাদের…! বধূকে ‘কটূক্তি, প্রতিবাদ করায় হামলা, ইটবৃষ্টি-বাইকে আগুন’, উত্তপ্ত হল আসানসোল আইনজীবীদের ওপর লাঠিচার্জের ঘটনায় অস্বস্তিতে ৭ IPS, অবমাননার রুল জারি হাইকোর্টের ১৭ দিন আগে মারা গিয়েছে, মাধ্যমিকে ৬৭৪ পেয়ে 'টপার’ হল সেই থৈবি, ছবি জড়িয়ে কান্না মাধ্যমিকে প্রথম হওয়া স্কুলের ‘বায়োলজি ম্যাম’-এরও চাকরি কেড়েছে দুর্নীতি! ‘আজ অভিশপ্ত ২রা মে’, মনে করালেন দিলীপ ঘোষ, ‘দাদা একটাই অনুরোধ…’ ছাত্র ছিলেন ডেপুটি স্পিকার, বীরভূমের সেই স্কুলেই মাধ্যমিকে ফেল ৮২ জন!

IPL 2025 News in Bangla

আমি নিজেও দোষী… GT-র বিরুদ্ধে হারের কারণ কী? কী বললেন SRH ক্যাপ্টেন কামিন্স? ৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিতর্কিত রান-আউটে ক্ষুব্ধ গিল, রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন GT দলনায়ক 4,0,4,4,4,4- শামি কি ক্লাব পর্যায়ের বোলার? ২-১টি নয়,ওভারে ৫টি চার মারলেন সুদর্শন ১৩ বছরের ছোট অভিনেত্রীর 'হট' ছবিতে ‘লাইক’, ছড়িয়ে যেতেই প্রযুক্তিকে দুষলেন বিরাট ছেলে SRH-এর ক্রিকেটার, পিতা RCB-র সাপোর্টার! IPL কি তবে পরিবারেও ফাটল ধরাচ্ছে? MSD-র অধিনায়কত্বের লোভই CSK-র কাল হবে! আশঙ্কা ক্যারিবিয়ান তারকার,ধরিয়ে দিলেন ভুল IPL থেকে রাজস্থান ছিটকে যেতেই ম্যানেজমেন্টকে দুষলেন গিলি! বাটলারকে ছাড়ায় বিরক্ত বহুদিন ডাক পাননি জাতীয় দলে! তবু দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি KKR অধিনায়ক

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.