ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউটের বরানগর ক্যাম্পাসের ক্যান্টিন কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেড়েছে। মৃত ক্যান্টিনকর্মীর নাম সুমন মাঝি। তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা। বরানগরের কাছে বনহুগলিতে একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। সেই বাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এদিকে, তাঁর মৃত্যুর পরেই পলাতক তাঁর রুমমেট সুমন্ত বিশ্বাস। মৃত্যুর ঘটনায় সুমনের পরিবারের সদস্যরা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। তাঁর ভিত্তিতে পুলিশ হত্যার মামলা রুজু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউটে ক্যান্টিন চালাচ্ছিলেন সুমন মাঝি। সেই সূত্রেই তিনি দীর্ঘদিন ধরে বনহুগলির ওই বাড়িতে ভাড়া থাকছিলেন। বৃহস্পতিবার ওই বাড়ির মালিক সৌমিত্র ঘোষ দেখেন, ঘরের দরজা বন্ধ রয়েছে। বারবার ডেকেও সুমনের কোনও সাড়াশব্দ না পেয়ে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে বিছানায় তাঁর দেহ পড়ে থাকতে দেখে। সুমনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, তাঁর গলায় আঙুলের ছাপ রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে সুমনকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকেই তাঁর রুমমেট সুমন্ত বিশ্বাস পলাতক থাকায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই ঘটনার সঙ্গে ওই ব্যক্তি জড়িত থাকতে পারেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানতে পারবে পুলিশ। এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছে সুমন্ত বিশ্বাস। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।