রাজ্যের স্কুলপড়ুয়াদের জন্য ফের সুখবর। কন্যাশ্রী দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঘোষণা করেছেন, সবুজ সাথী প্রকল্পে আরও ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে। দক্ষিণ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ধাপে ধাপে এই সাইকেল পাবে।
আরও পড়ুন: ‘এটি বাল্যবিবাহ নয়’ মেয়ের বিয়েতে বাড়িতে টাঙাতে হবে পোস্টার, নির্দেশ প্রশাসনের
প্রশাসন সূত্রে খবর, অগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই সাইকেল বিতরণের কাজ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের শেষেই পুজোর মরসুম শুরু হয়ে যাবে। তার আগেই বেশিরভাগ পড়ুয়ার হাতে সাইকেল তুলে দিতে চাইছে নবান্ন। তাই ঘোষণার কয়েক দিনের মধ্যেই সমস্ত দফতরকে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রের দাবি, উৎসবের আগে যতটা সম্ভব কাজ শেষ করার চেষ্টা চলছে। সবুজ সাথী প্রকল্পের মূল দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দফতর। আর সাইকেল কেনা ও বিতরণের কাজের নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে পশ্চিমবঙ্গ এসসি, এসটি এবং ওবিসি উন্নয়ন ও আর্থিক বিষয়ক পর্ষদ। সরকারি হিসাবে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৩৮ লক্ষ পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পেয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় দেড় কোটিতে।