চাকরির দাবিতে রুটি মুখে নিয়ে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচির পথে এগোচ্ছিলেন শারিশিক্ষা ও কর্মশিক্ষা ২০১৬ এর চাকরিপ্রার্থীরা । গন্তব্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। হাজরা মোড় থেকে সেই যাত্রা শুরুর কথা থাকলেও যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকেই চাকরিপ্রার্থীদের চ্যাং দোলা করে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে গেল পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে হাজরা মোড়ে সাময়িক উত্তেজনা ছড়ায়।চাকরিপ্রার্থীরা জানান, আমরা ২০১৬-র প্যানেল-ভুক্ত শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ের রেকমেন্ডেশন-প্রাপ্ত চাকরি প্রার্থী। সরকারের তৈরি করা সুপার নিউমেরারি পোস্টে স্কুল সার্ভিস কমিশন আমাদের ১,২৮০ জন চাকরি প্রার্থীকে কাউন্সিলিং করিয়ে প্রত্যেক তালিকাভুক্ত প্রার্থীকে রেকমেন্ডেশন লেটার এর মধ্যে দিয়ে স্কুল নির্বাচন করিয়েছে। গত ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলেছে কাউন্সেলিং। তার পর ৯ মাস কাটলেও SSC-র তরফে নিয়োগপত্র পেলাম না।তিনি বলেন, আজ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছি। উনিই আমার সমস্যার সমাধান করতে পারেন। সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি পোস্ট তৈরির ব্যাপারটির বিচার চলছে। সরকার তার শুনানি করানোর জন্য উদ্যোগ নিচ্ছে না। আগামী ১০ অগাস্ট শুনানিতে যাতে রাজ্যের আইনজীবী হাজির থাকেন সেই দাবি জানাতে আমরা এখানে এসেছি।এদিন বিক্ষোভকারীরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে বেরোতেই তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।