
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
১৬ এপ্রিল ইমামদের বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ ইস্যুতে সরব হয়েছিলেন। একদিকে যেখানে নিজের সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেন, এরই সঙ্গে আবার হিংসার জন্যে বিএসএফ এবং বিজেপিকে দোষারোপ করেন মমতা। তবে এবার মমতার ইমামদের বৈঠকে কারা গিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী। আর এবার মমতার বৈঠকে হাজির ব্যক্তিদের নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। (আরও পড়ুন: ‘রাজ্য সরকারের চরম ব্যর্থতা’, বাংলায় ওয়াকফ হিংসা নিয়ে মমতাকে তোপ জগদম্বিকা পালের)
আরও পড়ুন: মন্দিরের সামনে থেকে ষাঁড় চুরি রুখতে গিয়ে 'খুন' পুলিশের চালক, জখম ২ পুলিশকর্মী
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ৪টি ছবি পোস্ট করেন তরুণজ্যোতি। তিনি লেখেন, 'ইমামদের সাথে বৈঠকে এরা কারা? গলায় তুলসী মালা দেওয়া ইমাম দেখলাম। গেরুয়াধারীকেও দেখলাম। মহিলা ইমামও দেখলাম। এই নকল ইমামদের কি ইমামি বলা যায়?' এদিকে তরুণজ্যোতির আপলোড করা একটি ছবিতে দেখা যাচ্ছে, নীল টিশার্ট পরে একজন ব্যক্তি বসে আছেন, তাঁর গলায় তুলসীর মালা। এদিকে কয়েকটি ছবিতে দেখা যায়, মহিলারা চেয়ার থেকে উঠছেন। যদিও হিন্দুস্তান টাইমস বাংলার তরফ থেকে সেই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। (আরও পড়ুন: 'বিহারের মানুষ চায় না যে রাজ্যটা বাংলা হয়ে যাক', মমতার সরকারকে 'অপমান' মন্ত্রীর?)
আরও পড়ুন: পাকিস্তানকে কাছে পেয়ে ভারতের সাথে 'শত্রুতা' বাংলাদেশের? ঢাকাকে হুঁশিয়ারি দিল্লির
এদিকে সুজন চক্রবর্তী গতকাল নেতাজি ইন্ডোরে ইমামদের সভার একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন ফেসবুকে। সেখানে দাবি করা হয়েছিল, পিছনের দিকে সভাস্থলের চেয়ার ফাঁকা ছিল। ভিডিয়োটি পোস্ট করেছিলেন তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। সেই ভিডিয়োতে ব্যাকগ্রাউন্ডে একজনকে বলতে শোনা গিয়েছিল, 'মমতা ব্যানার্জির ডাকে মানুষজন আর আসতে চাইছে না। কারণ এর আগে মমতা ব্যানার্জি ইমাম মোয়াজ্জিনদের ধোঁকা দিয়েছিলেন। মমতা ব্যানার্জি আমাদের ২৬এর ব্রিগেড করতে দেবে না বলে নেতাজি ইন্ডোরে ডেকেছিল। আপনারা দেখুন চেয়ারগুলো খালি। সামনে যারা বসে রয়েছেন তাঁরা সব প্যান্ট শার্ট পরা। আমরা হয়তো জানি না। দেখেন শুধু চেয়ারগুলো ফাঁকা। একই রকম সব টুপি। একই রকম টুপি। দল থেকে টুপি দেওয়া হয়েছে টুপি পরানোর জন্য। নেতাজি ইন্ডোরে ইমামরা বেশি আসেনি। এসেছেন প্যান্ট শার্ট পরা ইমাম মোয়াজ্জিন। বুদ্ধিজীবীদের ডেকেছে, এই সব বুদ্ধিজীবীরা বসে আছেন, তাদের বয়স ১৩ বছর। এরা বুদ্ধি দেবে। ভালো করে দেখেন। সাংবাদিকরা এমন ভাবে দেখাচ্ছেন যেন অনেক মানুষ এসেছেন।' (আরও পড়ুন: টাইমের ১০০ প্রভাশালীর তালিকায় ইউনুস, নেই কোনও ভারতীয়, তবে আছে ভারত যোগ)
এদিকে সেই ভিডিয়ো মুখ্য়মন্ত্রী আসার পরে তোলা হয়েছিল কি না সেটা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ভিডিয়োতে দাবি করা হয়েছে একটি দলের পক্ষ থেকে টুপি দেওয়া হয়েছে। সেকারণে সবারই একই রকম টুপি। যদিও এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports