
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় কোনও ভারতীয় জায়গা পেলেন না। তালিকায় অবশ্য রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্যবসায়ী ইলন মাস্ক এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহাম্মদ ইউনুস। তবে ভারত থেকে কেউই এই তালিকায় জায়গা পাওয়ার বিষয়টি অবাক করার মতো। সাধারণত, প্রতি বছর বেশ কয়েকজন ভারতীয় এই তালিকায় জায়গা পেয়ে এসেছেন। কখনও কখনও এক ডজন ভারতীয় সেলিব্রিটিদেরও জায়গা দেওয়া হয়েছে এই তালিকায়। ২০২৪ সালে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিয়ান কুস্তিগীর সাক্ষী মালিকও এই তালিকায় স্থান করে নিয়েছিলেন। তবে এবারে এই তালিকায় নেই কোনও ভারতীয়। (আরও পড়ুন: প্রকাশ্যে 'হিন্দু বিরোধী' ভাষণ পড়শি দেশের সেনা কর্তার, খসে পড়ল মুখোশ)
আরও পড়ুন: 'বাঙালি হিন্দুদের জন্যে হুমকি মমতা', ওয়াকফ হিংসার আবহে তীব্র আক্রমণ মিঠুনের
টাইম ম্যাগাজিনের প্রকাশিত ১০০ জনের তালিকা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই বিভাগগুলি হল লিডার, আইকন, টাইটানস এবং অভিনেতা। এছাড়া উদ্ভাবক ও পথিকৃৎদেরও এতে স্থান দেওয়া হয়। ভারতীয় বংশোদ্ভূত রেশমা কেওয়ালরামানি এবছরের তালিকায় জায়গা পেয়েছেন। অবশ্য তিনি ভারতীয় নাগরিক নন। কেওয়ালরামানি বর্তমানে ফার্মাসিউটিক্যাল সংস্থা ভার্টেক্সের সিইও। মাত্র ১১ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি এখন আমেরিকার বিখ্যাত বায়োটেকনোলজি কোম্পানির সিইও। নেতাদের তালিকায় জায়গা পেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, নোবেলজয়ী মহম্মদ ইউনুস, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সরা। (আরও পড়ুন: চোখ খুলে ঘুমিয়ে পড়া বাংলাদেশের স্বপ্ন ভাঙবে এবার? বড় পরিকল্পনা ভারতের)
আরও পড়ুন: ওয়াকফ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে SC-তে যাওয়া বিজয়ের বিরুদ্ধেই ফতোয়া, মৌলানা বললেন…
এই তালিকায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ নেতা ভ্লাদিমির পুতিনের মতো প্রবীণ নেতাদের নামও নেই। একই সঙ্গে ফ্রান্স, জার্মানির মতো শক্তিশালী ইউরোপীয় দেশের নেতারাও স্থান পাননি। এর কারণ হলো, টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় কেবল সেই সব নেতাদের নাম রয়েছে যারা সম্প্রতি আবির্ভূত হয়েছেন এবং তাদের আগমন পরিবর্তন বা প্রভাব ফেলেছে। (আরও পড়ুন: 'বুড়ো হতে শুরু করলে…', মমতার ‘অশালীন মন্তব্যে’র নেপথ্যে 'মানসিক চাপ' তত্ত্ব)
আরও পড়ুন: নিজের দেশেই 'উদ্বাস্তু' তাঁরা, ওয়াকফ হিংসায় ঘরছাড়াদের পাশে রামকৃষ্ণ মিশন
সম্ভবত এই কারণেই ভারত থেকে চিন বা রাশিয়ার শীর্ষ নেতারা এই তালিকায় জায়গা পাননি। গত বছর সাক্ষী মালিক এতে জায়গা পেয়েছিলেন কারণ তখন কুস্তিগীররা আন্দোলন করছিল এবং তিনি খবরে ছিলেন। এ ছাড়া নিজের সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন আলিয়া ভাট। বাংলাদেশের নেতা মহম্মদ ইউনুসও একই কারণে জায়গা পেয়েছেন এই তালিকায়। কারণ তিনি সম্প্রতি বাংলাদেশের ক্ষমতায় এসেছেন এবং তাঁর আগমনের পর দেশের পরিস্থিতি বদলে গিয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports