আবাসনের মধ্যে সারি দিয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য অটো। আছে অনেক বাইকও। বাজানো হচ্ছে হর্ন। তারস্বরে বাজছে গান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এমনই একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। সেইসঙ্গে আরও একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ছড়িয়ে পড়েছে। ওই ভিডিয়োগুলি আদতে উল্টোডাঙার একাধিক আবাসনের ভিতরে তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ উঠেছে যে উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওই আবাসনগুলির বাসিন্দারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি বলেই শাসক দলের নেতারা সেই কাজ করেছেন। বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের শীর্ষনেতা ফিরহাদ হাকিমের দাবি, আগেও হয়ত ওরকম হয়েছে। আবাসনের মধ্যে অটো ঢুকে গিয়েছে। কিন্তু এখন লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে বলে বিষয়টির সঙ্গে ভোটকে জুড়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।
ভাইরাল ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
একটি ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিযেছে একাধিক আবাসনের মধ্যে অনেক অটো এবং বাইক আছে। কলকাতার রাস্তায় সাধারণত যে রঙের অটো পাওয়া যায়, সেরকমই অটো দেখা গিয়েছে। কয়েকটি অটোয় আবার পতাকা লাগানো ছিল। উপর থেকে দেখে সেগুলি তৃণমূলের পতাকা বলে মনে হতে পারে। সঙ্গে ডিজে বাজানো হতে থাকে। দেওয়া হতে থাকে স্লোগান। দাবি করা হয়েছে যে ‘খেলা হবে’ স্লোগান দেওয়া হচ্ছিল।
অভিযোগ উঠেছে যে তৃণমূলের কর্মী-সমর্থকরাই নাকি অটো এবং বাইক নিয়ে উল্টোডাঙার একাধিক আবাসনের মধ্যে ঢুকে আসেন। আবাসনের বাসিন্দারা তৃণমূলকে ভোট দেননি বলে সেখানেই তৃণমূলের কর্মী-সমর্থকরা জয়ের ‘উচ্ছ্বাস’ প্রকাশ করতে থাকেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, ওই এলাকার কমপক্ষে তিনটি আবাসনে সেভাবেই ‘বিজয় মিছিল’ করা হয়।
বিজেপির প্রতিক্রিয়া
রাজ্য বিজেপির সভাপতি সুকান্তের অভিযোগ, আবাসনের বাসিন্দারা তৃণমূলকে ভোট না দেওয়ায় অটো ঢুকিয়ে দেওয়া হয়েছিল বলে ভিডিয়োয় দেখা গিয়েছে। প্রচুর অটো ঢোকানো হয়েছিল আবাসনগুলিতে। এই রীতিকেই গণতন্ত্র বলে মনে করে থাকে তৃণমূল।
তৃণমূলের প্রতিক্রিয়া
বিষয়টি নিয়ে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ দাবি করেছেন যে ঘটনার সঙ্গে তৃণমূলের বিন্দুমাত্র কোনও যোগ নেই। ভিডিয়ো যাঁদের অটো এবং বাইক নিয়ে ঢুকতে দেখা গিয়েছে, তাঁদের আগেও ঢুকে থাকতে পারেন। বিভিন্ন পাড়ায় এরকম অনেকে আছেন, যাঁরা অটো-বাইক নিয়ে ঢুকে যান। এখন ভোটের ফলাফল বেরিয়েছে বলে তৃণমূলের নামে অভিযোগ উঠছে। কিন্তু তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই।