দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুতে খুনের তত্ত্ব খারিজ হয়ে গেল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। মঙ্গলবার সকালে নিজের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধারের পর বিকেলে আরজি কর মেডিক্যালে তাঁর দেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানিয়েছেন, অগ্নাশয় ও যকৃত বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অ্যাকিউট হ্যামারেজিক প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সৃঞ্জয়ের। তাঁর হৃদযন্ত্র, লিভার ও কিডনি স্বাভাবিকের থেকে বড়। তবে তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন পাননি। ফলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অস্বাভাবিক মৃত্যু বা খুনের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন চিকিৎসকরা।
সৃঞ্জয়ের মা রিঙ্কুদেবী জানিয়েছেন, ছেলে কয়েক বছর আগে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তার পর থেকে নার্ভের ওষুধ খেত সে। রবিবার মাদার্স ডে উজ্জাপন করতে মায়ের কাছে যান তিনি। সঙ্গে নিয়ে যান কেক ও উপহার। তখনও সৃঞ্জয়ের মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখতে পাননি তিনি। তবে সৃঞ্জয় যে ঠিক মতো খাওয়া দাওয়া করছিলেন না সেটা জানতে পেরেছিলেন রিঙ্কুদেবী।