বিয়ের ২৫ দিনের মাথায় স্ত্রীর প্রথমপক্ষের ছেলের মৃত্যুতে শোকে মূহ্যমান বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার বিকেলে স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয়ের মৃত্যুর পর আরজি কর হাসপাতালে দাঁড়িয়ে সেকথাই জানান তিনি। দিলীপবাবুর আক্ষেপ, পুত্র সুখ পেলাম না, কিন্তু পুত্র শোক বইতে হচ্ছে।
এদিন দিলীপবাবু বলেন, আমরা তো এখনও কল্পনাই করতে পারছি না। সকালে ওর মা রান্না করছিল। হঠাৎ একটা ফোন এল আর বেরিয়ে গেল। তার পর জানতে পারি ঘটনার কথা।
তিনি বলেন, সৃঞ্জয়ের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। আমার আর ওর মধ্যে একটা আবেগের সম্পর্কও গড়ে উঠেছিল। আমি ওকে খেলা দেখাতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ২৭ বছর বসয়ে যে ও এভাবে চলে যাবে ভাবতে পারিনি। জীবনে পুত্র সুখ পেলাম না, কিন্তু পুত্রশোক বইতে হচ্ছে। কখনও ভাবিনি এই দিন দেখতে হবে।
মঙ্গলবার সকালে নিউ টাউনের ফ্ল্যাট থেকে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের নিথর দেহ উদ্ধার হয়। খাটে শোয়ানো ছিল সৃঞ্জয়ের দেহ। সঙ্গে ছিলেন এক বান্ধবী। তিনি সৃঞ্জয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলেন। তখন ফোন পেয়ে সেখানে পৌঁছন রিঙ্কুদেবী। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বিকেলে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, অ্যাকিউট হ্যামারেজিক প্যানক্রিয়াটাইটিসে মৃত্যু হয়েছে সৃঞ্জয়ের। তথ্য প্রযুক্তি শিল্পের কর্মরত তরতাজা যুবকের মৃত্যুতে শোকে মূহ্যমান গোটা পরিবার।