সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে পোস্ট করায় বারাসতের জনবহুল চাঁপাডালি মোড়ে এক যুবককে গণধোলাই দিল জনতা। অভিযুক্ত রিজোয়ান কুরেশি। চাঁপাডালি মোড়ে একটি মাংসের দোকান রয়েছে তার। সম্প্রতি পহলগাঁও হামলার বদলা নিতে ভারতীয় সেনাবাহিনী যখন অসীম বীরত্বে পাকিস্তানে একের পর এক জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিচ্ছে তখন সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে আপত্তিকর পোস্ট করতে থাকে ওই যুবক। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়।
মঙ্গলবার সকালে যুবক তার মাংসের দোকান খুলতে গেলে স্থানীয় যুবকরা বাধা দেয়। এই নিয়ে উত্তেজনা ছড়ালে খবর যায় বারাসত থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছনোর আগেই অভিযুক্ত রিজওয়ানকে গণধোলাই দেওয়া শুরু হয়। পরে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।
জঙ্গিদমনে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের মধ্যে বিভিন্ন জায়গায় পাকিস্তানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন যুবক। রবিবার বাঁকুড়ায় একই কারণে এক যুবককে পাকিস্তানের পতাকার ওপর দাঁড় করিয়ে কান ধরে ওঠবস করানো হয়। যুবক মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। বাঁকুড়ায় ফেরি করত সে। তাকেও পুলিশ গ্রেফতার করেছে বলে খবর।