বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহের মধ্যে দৈত্যগুরু শুক্রের আলাদা মাহাত্ম্য রয়েছে। আর এই দৈত্যগুরু শুক্রই এবার মে মাসের শেষে খেলা ঘোরাতে শুরু করবেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা সৌভাগ্যের মুখ দেখবেন। দেখা যাক, শুক্রের এই অবস্থানের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। মে মাসের শেষে কবে রয়েছে শুক্রের এই নয়া অবস্থান? দেখে নিন। সঙ্গে লাকিরা কী কী পাচ্ছেন, তাও দেখে নিন।
তুলা
শুক্রদেব আপনার রাশিতে প্রবল কৃপা করতে চলেছে। আপনার রাশিতে সপ্তম ভাবে সঞ্চরণ করতে চলেছেন শুক্রদেব। দাম্পত্য প্রেমে এই সময় বিবাহিতরা পাবেন বিশেষ লাভ। তাঁরা আগের থেকে বেশি সুখী হতে থাকবেন। সব কাজে জীবনসঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন। পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি। সম্পর্কে প্রেম বাড়বে। বিবাহিতদের জন্য এই সময় খুব ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে। অংশীদারির কাজে আপনি বিপুল লাভ পাবেন।
( ‘অপারেশন সিঁদুর’র পরই হঠাৎ বাংলাদেশে পাক হাইকমিশনার ছুটিতে! তুঙ্গে রহস্য, জল্পনা)
( ২২ এপ্রিলের পর আজ আরও এক মঙ্গলবার! সেনার অভিযানে কাশ্মীরের বুকে নিকেশ ৩ লস্কর জঙ্গি)
( পাকিস্তান যে জঙ্গিকে সাধারণ ‘ফ্যামিলি ম্যান’ দাবি করছে সেই হাফিজ রউফ কে? 'কীর্তি' বহু)
সিংহ
এই দৈত্যগুরু শুক্রের রাশি পরিবর্তন, আপনার গোচর কুণ্ডলীতে ভাগ্য আর বিদেশের স্থানে হচ্ছে। ফলে বহুদিক থেকে আপনি হতে চলেছেন ভাগ্যবান। সিংহ রাশির জাতক জাতিকারা মে মাসের শেষে বেশ কিছুটা সাফল্যের মুখ দেখতে পাবেন। এই সময় আপনারা বেশি লাভ পেতে পারেন। টাকাকড়িতে বিপুল বৃদ্ধি পাবেন। কোথাও ছোট বা বড় যাত্রা করতে পারেন। ব্যবসায়িক জীবনে পেতে পারেন সাফল্য। নতুন নতুন লেনদেন করতে পারেন। পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি। সম্পর্কে আসবে আরও দৃঢ়তা।
মেষ
আপনার রাশির লগ্নভাবে সঞ্চরণ করছেন। সময়ে সময়ে আকস্মিক ধনলাভ হতে পারে। চাকরিতে হতে পারে প্রমোশন। চাকরিতে বিপুল লাভের মুখ দেখতে চলেছেন। চাকরিতে পেতে পারেন কাঙ্খিত প্রমোশন। কোথাও আটকে থাকা টাকা এই সময় হাতে পেতে পারেন। নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হতে পারে। ব্যবসায়ীদের সব দিক থেকে ভালো লাভ আসবে। আপনার আটকে থাকা টাকা এবার ফেরত পেতে পারেন। বিবাহিতদের দাম্পত্য জীবন আগের থেকে ভালো কাটবে।
কবে রয়েছে এই গ্রহ গোচর?
শুক্রগ্রহ, ৩১ মে, মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন। মানব জীবনের সঙ্গে এর প্রভাব দেশ দুনিয়াতেও পড়তে চলেছে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করছে হিন্দুস্তান টাইমস বাংলা।)