চলতি বছরেই অভিনেত্রী অহনা দত্ত দেন সুখবর। সমুদ্র সৈকত থেকে ছবি পোস্ট করে প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। স্বামী দীপঙ্করকে পাশে নিয়ে এই সুখবর ভাগ করে নেন তিনি। তবে মায়ের অমতে বিয়ে করেছিলেন নায়িকা। তাই তাঁর জীবনের এত বড় একটা খবর পাওয়ার পরও মা চাঁদনী কোনও রকমের খোঁজ খবর নেননি। তবে সেই সব নিয়ে বেশি মাথা না ঘামিয়ে বরং তাঁর এই মাতৃত্বকালীন জার্নিটা চুটিয়ে উপভোগ করছেন অহনা। তবে সব কিছুর মধ্যেই এ বার নেটদুনিয়ায় ভাইরাল হল তাঁর একটি ভিডিয়ো। উন্মুক্ত বেবিবাম্প নিয়ে জ্যাকলিন ফার্নান্দেজ ও শেখর ধাওয়ানের ভাইরাল গানের তালে পা মেলালেন অভিনেত্রী।
শেখর ধাওয়ান ও জ্যাকলিনের নতুন মিউজিক ভিডিয়োর তালে উদ্দাম নেচে জমিয়ে দিলেন নেটদুনিয়া। প্রেগন্যান্সিতে একেবারে বিন্দাস মুডে ধরা দিলেন অহনা। ভিডিয়োতে তাঁকে ঢিলেঢালা কালো রঙের প্যান্ট ও নীল কালো ক্রপ টপ ও মাথায় হলুদ টুপিতে দেখা যায়। ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘৬ মাস চলছে’।
তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হয়েছে ভাইরাল। নায়িকার অনুরাগীরা নানা কমেন্টে ভরিয়ে দিয়েছেন মন্তব্য বিভাগ। এক ভক্ত লিখেছেন, ‘এই অন্তঃসত্ত্বা অবস্থাতেও এত ভালো নাচ’ আর একজন অহনাকে সন্তানের স্বাস্থ্যের যত্ন নেওয়ার কথা জানিয়ে লেখেন, ‘বাচ্চাটাকে সেফ রাখুন, ওর নিশ্চয়ই অসুবিধা হচ্ছে।’ আর একজন মন্তব্য করেছেন, ‘তোমার নাচে দুটো হৃদস্পন্দনের ছন্দ ধরা দিয়েছে। তোমায় নিয়ে খুব গর্ব বোধ হচ্ছে।’ আর একজন লেখেন, ‘তোমার সন্তান তো তোমার পেটের ভিতর থেকে নাচ করছে। খুব ভালো থাকো।’
আরও পড়ুন: ‘উপহারের মতো সন্তান আমাদের জীবনে আসে, আমরা সাদরে গ্রহণ করি…’! মাতৃ দিবসে অকপট ‘মিশকা’ অহনা দত্ত
প্রসঙ্গত, অনেকটা অল্প বয়সে মা হচ্ছেন অহনা। যদিও খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন তেমনটা নয়। হিন্দুস্থান টাইমস বাংলাকে তিনি বলেন, 'আমি কোনওদিনই খুব ভাবনা চিন্তা করে কিছু করি না। আমরা কখনওই খুব বেশি পরিকল্পনা করে কোনও কাজ করিনি। একটা সময় মনে হয়েছিল আমাদের রেজেস্ট্রি করে নেওয়া দরকার, তখন তাই করেছি। তারপর একেবারে উপহারের মতো আমাদের সন্তান আমাদের জীবনে এসেছে, ওকেও আমরা সাদরে গ্রহণ করেছি।' পাশাপাশি নায়িকা জানান দীপঙ্কর খুব আদরে যত্নে রাখেন তাঁকে।