দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের দেহ উদ্ধার হয়েছে নিউ টাউনের সুখবৃষ্টি আবাসনের ফ্ল্যাট থেকে। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে চলছে সেই দেহের ময়নাতদন্ত। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে সৃঞ্জয়ের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সৃঞ্জয়ের ফ্ল্যাটে ছিলেন ২ সহকর্মী। সৃঞ্জয়ের মৃত্যুর রহস্য খুলতে তাদেরও জেরা করছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, নিউ টাউনের ফ্ল্যাটে একাই থাকতেন সৃঞ্জয় ওরফে প্রীতম দাশগুপ্ত। কাজ করতেন একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়। মাঝে মাঝেই সহকর্মীদের নিয়ে পার্টি করতেন তিনি। সোমবার রাতেও সম্ভবত তেমনই কোনও পার্টির আয়োজন হয়েছিল তাঁর ফ্ল্যাটে। রাত ১০টা নাগাদ সেখানে পৌঁছন এক সহকর্মী। রাত ৩টে নাগাদ পৌঁছন আরেকজন। এই ২ সহকর্মীর মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও যাওয়ার কথা ছিল সৃঞ্জয়ের। সেজন্য তাঁকে বার বার ফোন করেও পাওয়া যায়নি। এর পর সুখবৃষ্টিতে ছেলের ফ্ল্যাটে চলে আসেন রিঙ্কুদেবী। দেখেন, ভিতর থেকে দরজা বন্ধ। ডাকাডাকি করে কারও সাড়া না পাওয়ায় স্থানীয় টেকনো সিটি থানায় খবর দেন তিনি। পুলিশ আধিকারিকরা এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।
ঘটনায় প্রশ্ন উঠছে, কখন সৃঞ্জয়ের ফ্ল্যাট থেকে বেরোলেন তাঁর সহকর্মীরা? শেষ কী অবস্থায় সৃঞ্জয়কে দেখেছিলেন তাঁরা? পার্টিতে ঠিক কী হয়েছিল? পরিবারের তরফে আরও জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে নার্ভের সমস্যায় ভুগছিলেন সৃঞ্জয়। ওষুধ খেতে হত তাঁকে। সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেই মৃত্যু কি না সেই প্রশ্নও উঠেছে।