ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। বোম্ব স্কোয়াডকে ডাকা হয়েছে। আপাতত পুরোপুরি হাই অ্যালার্ট করা হয়েছে । টার্মিনাল জুড়ে চলছে তল্লাশি। ফুল এমার্জেন্সি কলকাতা বিমানবন্দরে। মুম্বইগামী এই বিমান 6E5227 বিমানে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়ায়। তবে বর্তমান পরিস্থিতি এই বিষয়কে হালকা ভাবে নিচ্ছে না বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্যপক তল্লাশি চলছে।
সব মিলিয়ে বিমানে ১৯৪জন যাত্রী ছিলেন। তাঁদের নামিয়ে দিয়ে শুরু হয় তল্লাশি।
কলকাতা থেকে ছেড়ে যাওয়ার আগেই খবর আসে বোমা আছে। পরে জানা যায় এক যাত্রী প্রশ্ন করেছিলেন মেরা পাস বোম হ্যায়? এরপরই আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। আইসোলেশন বে তে নিয়ে আসা হয় বিমানটিকে। গোটা এলাকা ঘিরে ফেলে সিআইএসএফ। বোম্ব স্কোয়াডের কর্মীরা চলে আসেন। আলাদা করে বিমানটিকে রাখা হয়। তবে বাকি বিমান স্বাভাবিকভাবেই চলছে।
বিমানে কার্গো সামগ্রী যা রয়েছে তা খালি করে ফেলা হয়। এরপর শুরু হয় তল্লাশি। বাস্তবে কোথাও বোমা রয়েছে কি না সেটা দেখা হচ্ছে। যাত্রীদের মধ্য়েও এনিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চায়নি কর্তৃপক্ষ। বিমানটিকে অন্যত্র সরানো হয়েছে। পুরোপুরি পরীক্ষা না হওয়া পর্যন্ত এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে খবর।