প্রয়াত সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য। ৭৪ বছর বয়সে মৃত্যু নেপালদেব ভট্টাচার্যের। সোমবার গভীর রাতে বাইপাসের ধারের নার্সিংহোমে প্রয়াত হয়েছেন তিনি। গত কয়েকদিন ধরেই ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই প্রয়াত হয়েছে। তাঁর প্রয়াণে সিপিএম নেতৃত্ব শোকজ্ঞাপন করেছেন।
তবে নেপালদেবের রাজনৈতিক জীবন অত্যন্ত বর্ণময়। ছাত্রাবস্থা থেকে তিনি ছিলেন বামপন্থী। পার্টি অন্ত প্রাণ। তবে ১৯৯৭ সালে সেই নেপালদেবকে সংগঠন থেকে বহিষ্কার করেছিল সিপিএম। কিন্তু নেপালদেবকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি অন্য কোনও দলে যাননি। ২০০৩ সালে সিপিএম ফের তাঁকে দলে ফেরাতে চেয়েছিল। সেই মতো তাঁকে দলের সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছিল। দলের রাজ্য কমিটির সদস্যও হয়েছিলেন তিনি।
একটি সময় চলচ্চিত্র জগতের সঙ্গেও যুক্ত হয়েছিলেন নেপালদেব। ৭৪ বছর বয়সে চলে গেলেন নেপালদেব।
নেপালদেব ভট্টাচার্যের প্রয়াণের পরে কী লিখলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ?
কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য প্রয়াত।
আন্তরিক শোকজ্ঞাপন করছি। ওঁর পরিবার ও ঘনিষ্ঠদের জানাই সমবেদনা। দল, রাজনীতি আলাদা হতে পারে, কিন্তু একটা সময়ে দারুণ বন্ধুত্ব ছিল। ওঁর সিপিএম থেকে শাস্তি ও ফেরা, দুই পর্বই কাছ থেকে দেখেছি সাংবাদিকতার সূত্রে। টিপিকাল সিপিএম ছিলেন না। জ্যোতি বসুর প্রধানমন্ত্রিত্বের সমর্থক ছিলেন। ওঁর শাস্তি আটকাতে দিল্লিতে পার্টির সাধারণ সম্পাদক হরকিষণ সিং সুরজিতের কাছে গিয়েছিলেন সুভাষ চক্রবর্তী, গৌতম দেব, নয়ের দশকে। আটকাতে পারেননি। সে সময়ে চাঁদনিতে একটি অফিসে বসতেন নেপালদা। যেতাম। সাংবাদিকতার সূত্রেই। দারুণ আড্ডা। একটা সময়ে সিপিএম কেন্দ্রিক সিনেমা তৈরি করেছিলেন। প্রথম শো আলিমুদ্দিনে তিন তলায়। কিছুকাল আগেও সেই সিনেমা নিয়ে ফোনে কথা হল। আবার একদিন আড্ডার প্ল্যান হল। সেটা অবশ্য আর হয়ে ওঠেনি। রাজনৈতিক বিতর্ক যাই থাকুক, মারকুটে বা আরও কিছু, মানুষটা বর্ণময় ছিলেন। মনে থাকবে।'
নেপালদেবের স্মৃতিচারণায় তৃণমূল নেতা কুণাল ঘোষ।
রাজ্যসভার প্রাক্তন সাংসদ নেপালদেব। উত্তর ২৪ পরগনা জেলার প্রাক্তন সম্পাদক ছিলেন তিনি। বাম রাজনীতির একাধিক শাখাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি। রাজনৈতিক জীবন ঘটনাবহুল। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অসুস্থতার কারণে তিনি বাম রাজনীতি থেকে ধীরে ধীরে সরে আসছিলেন। অবশেষে অবসান হল বাম রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নেপালদেব ভট্টাচার্য।