6E5227 কলকাতা থেকে মুম্বইগামী বিমান। ইন্ডিগোর বিমান। সিকিউরিটি চেক হচ্ছিল। লাগেজ পরীক্ষা করা হচ্ছিল। আর কিছুক্ষণ বাদেই ছেড়ে যাওয়ার কথা ছিল ওই বিমানের। আর তখনই শুরু হয়ে গেল বোমাতঙ্ক। সূত্রের খবর, ইম্ফলের বাসিন্দা এক যাত্রী মঙ্গলবার দুপুরে বিমান ছাড়ার প্রস্তুতি যখন চলছিল তখনই তিনি বলে ওঠেন, আমার কাছে বোমা আছে? এরপরই শোরগোল এরপরই সতর্ক হয়ে যায় বিভিন্ন মহল। ২৬ বছর বয়সি ওই যাত্রীকে আটক করা হয়েছে। কেন তিনি এই ধরনের প্রশ্ন করেছিলেন তা দেখা হচ্ছে। ওই যুবকের লাগেজ পরীক্ষা করা হয়েছে। বিমানটিকে ভালো করে তল্লাশি চালানো হয়।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, ওই যাত্রীর নাম রেগাল চোংথাম। অভিযোগ তিনি ইন্ডিগোর এক সিকিউরিটি অফিসারকে বলেছিলেন হিন্দিতে যে, মেরা পাস বোম হ্যায়? এদিকে দুপুর দেড়টার সময় 6E 5227 মুম্বইগামী বিমান উড়ে যাওয়ার কথা। তার আগেই এই ধরনের প্রশ্নের জেরে সতর্ক হয়ে যায় সুরক্ষা বাহিনী।
ওই প্রতিবেদনে জানা গিয়েছে বর্তমান পরিস্থিতিতে বিমানবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর জেরে ওই যাত্রী কিছুটা অধৈর্য্য হয়ে পড়েছিলেন। কিছুটা রসিকতা করেই সম্ভবত ওই যাত্রী বলার চেষ্টা করেছিলেন, মেরা পাস বোম হ্যায়?
এরপরই সতর্ক হয়ে যায় বাহিনী। আটক করা হয় যাত্রীকে। চলে আসে বোম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি। এই পরিস্থিতিকে স্পেসিফিক বলে উল্লেখ করা হয়। এরপরই আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় বিমানটিকে। স্নিফার ডগ দিয়ে ওই যাত্রীর লাগেজ পরীক্ষা করা হয়।
তবে শেষ পর্যন্ত দেখা যায় ওই যাত্রীর লাগেজে সন্দেহজনক কিছু নেই। তবে তাকে জেরা করা হয়। তবে ওই যুবক প্র্যাঙ্ক করার জন্য় এসব করেছিলেন নাকি তার অন্য় কোনও মতলব ছিল সেটা দেখা হচ্ছে। তবে রসিকতা করেও বিমানবন্দরে বোমা সংক্রান্ত কোনও মন্তব্য করা যায় না। সেক্ষেত্রে কেউ যদি এটা করে বসে তাহলে বড় বিপদ হয়ে যেতে পারে সংশ্লিষ্ট ব্যক্তির। তার বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
স্টেপ ল্যাডার পয়েন্ট চেক পয়েন্টে ওই যাত্রী বোম শব্দটি উল্লেখ করেছিলেন বলে অভিযোগ। তারপরই শোরগোল পড়ে যায় বিমানবন্দরে। এরপর এসওপি মেনে শুরু হয়ে যায় চরম সতর্কতা।
বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।