বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বহু দিন কেটে গিয়েছে, যাদবপুরে র্যাগিংয়ে জড়িতদের এখনও শাস্তি দিয়ে উঠতে পারল না কমিটি
পরবর্তী খবর
বহু দিন কেটে গিয়েছে, যাদবপুরে র্যাগিংয়ে জড়িতদের এখনও শাস্তি দিয়ে উঠতে পারল না কমিটি
1 মিনিটে পড়ুন Updated: 31 Oct 2023, 10:24 AM ISTMD Aslam Hossain
অভ্যন্তরীণ কমিটির রিপোর্ট নিয়ে অ্যান্টি র্যাগিং স্কোয়াড আগেই নিজেদের মতামত জানিয়েছিল। পুজোর আগে অ্যান্টি র্যাগিং কমিটিতে এ বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু, তখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি অ্যান্টি র্যাগিং কমিটি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় অভ্যন্তরীণ কমিটি রিপোর্ট জমা দিয়েছে গত সেপ্টেম্বরে। তাতে র্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানিয়েছিল অভ্যন্তরীণ কমিটি। কিন্তু, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটি। সোমবার কমিটির বৈঠক হয়। তাতে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়নি, তার পরিবর্তে কমিটি আবার অ্যান্টি র্যাগিং স্কোয়াডের কাছে বিষয়টি পাঠিয়ে দিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে অ্যান্টি র্যাগিং স্কোয়াডকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
অভ্যন্তরীণ কমিটির রিপোর্ট নিয়ে অ্যান্টি র্যাগিং স্কোয়াড আগেই নিজেদের মতামত জানিয়েছিল। পুজোর আগে অ্যান্টি র্যাগিং কমিটিতে এ বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু, তখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি অ্যান্টি র্যাগিং কমিটি। এই অবস্থায় সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাড়াহুড়ো করে এভাবে কাউকে শাস্তি দেওয়া যায় না। জানা গিয়েছে, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে র্যাগিং স্কোয়াড তাদের পর্যবেক্ষণ জমা দিয়েছে। তাতে কিছু বিষয়ে অভ্যন্তরীণ কমিটির সঙ্গে তাদের সহমত রয়েছে আবার কিছু বিষয়ে তাদের আপত্তিও রয়েছে। তবে তারা যে রিপোর্ট স্কোয়াডের তরফে পাঠানো হয়েছে সেটি অসম্পূর্ণ। সেই যুক্তি দিয়ে পুনরায় বিষয়টি অ্যান্টি র্যাগিং স্কোয়াডের কাছে ফেরত পাঠানো হয়েছে।