নন্দীগ্রামে ‘তেরঙ্গা যাত্রায়’ বাধা পেয়ে তিন আইপিএস অফিসারের বিরুদ্ধে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই চিঠি পেয়েই শুভেন্দুকে ফোন করলেন শাহ। গতকাল দুপুরে তাঁর কাছে অমিত শাহের ফোন আসে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কথা হয়। প্রায় মিনিট দশেক ধরে দুজনের মধ্যে কথা হয়েছে বলে বিজেপি সূত্রের খবর।
দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছে তা নিয়ে মুখ খোলেনি কোনওপক্ষই। তবে বিজেপি সূত্রের খবর তেরঙ্গা যাত্রায় বাধা পাওয়া সংক্রান্ত বিষয়ে অমিত শাহের সঙ্গে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর। গতকাল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তেরঙ্গা যাত্রায় পুলিশি বাধা নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ‘আগামী ১৬ তারিখ কোর্টে যাব। তেরঙ্গা যাত্রায় পারমিশন লাগে! এটা কি পাকিস্তান নাকি ইসলামাবাদ?’ এছাড়াও স্বাধীনতা দিবসে বিজেপির বাইক মিছিল করার কথা রয়েছে। সেই বাইক মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘পুলিশ বাধা দিলে বাধা দেবে। ফেসবুক লাইভ হবে, দেশাত্মবোধক গান হবে, বন্দেমাতারাম হবে।’