কসবায় ডিআই অফিসের সামনে তুমুল বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। তারা জোর করে ডিআই অফিস চত্বরে প্রবেশ করেন বলে খবর। এরপরই পুলিশ মারমুখী হয়ে যায়। তুমুল লাঠিচার্জ করে পুলিশ। দাবি চাকরিহারা শিক্ষকদের। তাঁদের দাবি আপনাদের সন্তানদেরই তো পড়াই। আমাদের লাথি মারছেন!
এক শিক্ষিকা বলেন, আমাদের ক্লাসরুমে থাকার কথা ছিল। সেই জায়গায় আমাদের রাস্তায় থাকতে হচ্ছে।
এদিকে এই লাঠিচার্জের পরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। তাঁরা লালবাজারের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, পুলিশ নির্মমভাবে চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে।
এদিকে লালবাজারের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা। এরপর পুলিশ তাদের তুলে নিয়ে প্রিজন ভ্যানে নিয়ে যায়। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যদের পুলিশ প্রিজন ভ্যানে তোলে। এরপরই তুমুল শোরগোল পড়ে যায়।
কিছুক্ষণ পরেই লালবাজারের দরজায় চলে আসেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি লালবাজারে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু দরজা বন্ধ থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।
ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেন, আমাদের সতীর্থরা অ্য়ারেস্ট হয়েছে ঢুকতে পারব না। কেন আমায় লালবাজারে ঢুকতে দিচ্ছেন না। বিজেপি বিধায়ক হিসাবে আমি ঢুকতে পারব না। আমি একা এসেছি। কেন আমি ঢুকতে পারব না। ডাকুন আপনাদের অফিসারদের।