আগামী রবিবার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস (WBCS) ২০২৩- এর মেইন পরীক্ষা। এই উপলক্ষে কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিড় হবে পরীক্ষার্থীদের। সেই কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের সুবিধার্থে চলবে বাড়তি মেট্রো। কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একথা জানিয়েছেন। সাধারণত রবিবার সকাল ৯ টা থেকে ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হয়ে থাকে। তবে এদিন পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে তার দু'ঘণ্টা আগেই সকাল ৭ টা থেকে শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা। সবমিলিয়ে আপ ও ডাউন মিলিয়ে এদিন মেট্রোও অন্যান্য রবিবারের তুলনায় বেশি চলবে।
আরও পড়ুন: কলকাতা মেট্রোয় জল জমা রুখতে ব্যবস্থা, সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হল ছিদ্র
মেট্রো সূত্রে জানা গিয়েছে, এদিন মেট্রোর ব্লু লাইনে আপ ডাউন মিলিয়ে ৮টি অতিরিক্ত ট্রেন চলবে। অর্থাৎ ১৩৮ টি ট্রেন চলবে। যার মধ্যে অর্ধেক সংখ্যক ট্রেন চলবে আপ লাইনে ও অর্ধেক সংখ্যক চলবে ডাউন লাইনে। সাধারণত রবিবারে ১৩০ টি মেট্রো চলে থাকে। এদিন ১৩৮টি পরিষেবার মধ্যে ১৩৩টি পরিষেবা দক্ষিণেশ্বর থেকে পাওয়া যাবে। এর মধ্যে থাকছে ৬৫ টি আপ এবং ৬৮টি ডাউন।
মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে এদিন প্রথম মেট্রো ছাড়বে ৯ টার বদলে সকাল ৭ টায়। তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯ টার বদলে ৭.১৫ টায়। তবে এদিন শেষ পরিষেবার সময়সূচিতে কোনও বদল করা হয়নি।